ওয়েব ডেস্ক: গত ১০ বছর ধরে যে অভ্যাস আপনার কাছে প্রায় নেশা হয়ে উঠেছিল, সেই নেশার 'ঠেক' এবার বদলে গেল! বুঝতে পারলেন না? ক্রিকেট তো ভারতীয়দের কাছে সবসময় অভ্যাস ছিল। কিন্তু আইপিএল যে গত ১০ বছরে দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে 'নেশা'র আকার নিয়েছে। আর সেই নেশা পেতে গেলে এতদিন টেলিভিশন সুইচ অন করলেই চলে যেতে হত সেট ম্যাক্সে। কিন্তু ১০ বছরের এই নেশার জায়গাটি এবার বদলে গেল। কারণ, সামনের আইপিএল আর সেট ম্যাক্স চ্যানেলে দেখতে পাবেন না। দেখতে হবে স্টারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ১০০ ম্যাচ কম খেলেও সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি


হ্যাঁ, সোমবার নিলামে, আগামী পাঁচ বছরের জন্য (২০১৮ থেকে ২০২২) আইপিএলের সম্প্রচার সত্ত্ব পেল স্টার ইন্ডিয়া। আর সেটাও রেকর্ড পরিমান টাকায়। সেটাও রেকর্ড ১৬,৩৪৭.৫০ কোটি টাকার বিনিময়ে এই সম্প্রচার সত্ত্ব পেল স্টার। প্রসঙ্গত, ২০০৮ সালে আইপিএলের সম্প্রচার সত্ত্ব পেয়েছিল সোনি পিকচার্স নেটওয়ার্ক। সেটাও ১০ বছরের জন্য। সেবার অবশ্য তাদের খরচ করতে হয়েছিল, এবারের তুলনায় অনেক কম টাকা। কারণ, আজ পাঁচ বছরের সম্প্রচার সত্ত্ব পাওয়ার জন্য যেখানে স্টার ইন্ডিয়াকে খরচ করতে হল, ১৬,৩৪৭.৫০ কোটি টাকা। সেখানে ১০ বছরের সম্প্রচার সত্ত্ব পেতে সোনি পিকচার্স নেটওয়ার্ককে খরচ করতে হয়েছিল ৮২০০ কোটি টাকা মাত্র।


আরও পড়ুন  ভারতীয় দলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর