নিজস্ব প্রতিবেদন : পারেও বটে স্টার স্পোর্টস! একবার পাকিস্তান। সেই মওকা...মওকা বিজ্ঞাপন। এবার আবার বাংলাদেশ! একের পর এক মজার বিজ্ঞাপন। রিলিজ করার পরই সেইসব বিজ্ঞাপন বাজারে সাড়া ফেলে দেয়। এবারও তাই হল। এক বিজ্ঞাপনে বাংলাদেশকে ব্যঙ্গ করল স্টার স্পোর্টস। যা দেখার পর বাংলাদেশের সমর্থকরা রেগে আগুন। এভাবে কোনও দেশকে কীভাবে ব্যঙ্গ করা যায়, প্রশ্ন করছেন তাঁরা। ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজকে সামনে রেখে এই বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যাচ্ছে বীরেন্দ্র শেহবাগকে। এখনও পর্যন্ত টি-২০ ক্রিকেটে ভারতীয় দলকে হারাতে পারেনি বাংলাদেশ। আর বিজ্ঞাপনের থিম সেটা নিয়েই। মূলত প্রোমো ভিডিয়ো। কিন্তু তা নিয়েই এখন সোশ্যাল মিডিয়া উত্তাল। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্টার স্পোর্টসের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩ নভেম্বর নয়াদিল্লিতে হবে ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচ। তার আগে বাজার গরম করে দিল স্টার স্পোর্টস। টুইটারে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে সেই প্রোমো ভিডিয়ো পোস্ট করেছে স্টার স্পোর্টস। সিরিজ বা কোনও বড় ম্যাচের প্রচারের জন্য এর আগেও এমন বিজ্ঞাপন করেছে স্টার স্পোর্টস। সেই বিজ্ঞাপনে ভারতকে দেখানো হচ্ছে ব্যাট হিসাবে। আর বল হিসাবে দেখানো হয়েছে বাংলাদেশকে। আর শেহবাগ খেলছেন এক মজার খেলা। সেখানেই একবার ভুল করে কোহলিকে উড়িয়ে দেন বীরু। তার পর আফসোস করেন তিনি। এরই মধ্যে বলরূপী বাংলাদেশ প্রচণ্ড লাফালাফি শুরু করে দেয়। আর ঠিক তখনই শেহবাগকে বলতে শোনা যাচ্ছে, ''এখানেই এত উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায়; তা হলে যে কি করবে কে জানে?'' 



আরও পড়ুন-  ভারত-পাকিস্তান সিরিজ কবে? কী বললেন নতুন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি, জেনে নিন



ভারতীয় সমর্থকরা এই ভিডিয়ো দারুণ পছন্দ করেছেন। কিন্তু রেগে আগুন বাংলাদেশের সমর্থকরা। তাঁদের দাবি, এই বিজ্ঞাপনে বাংলাদেশকে হেয় করা হয়েছে। শেহবাগ অবশ্য জানিয়েছেন, ''বাংলাদেশ যথেষ্ট ভালো দল। ২০০৭ বিশ্বকাপ ও ২০১৫ সালে বাংলাদেশের ঘরের মাটিতে সিরিজের পর দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়েছে। মাঠের বাইরে হাসি-ঠাট্টা, মজা লেগেই থাকবে। বাংলাদেশের সমর্থকরা ক্রিকেট অন্ত প্রাণ। কিন্তু এই বিজ্ঞাপন মজার ছলে করা। এতে সিরিয়াস কিছু নেই।''