নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলি না স্টিভ স্মিথ- দুই তারকা ব্যাটসম্যানের মধ্যে কে সেরা? ক্রিকেটমহলে এই নিয়ে জোর চর্চা। অ্যাসেজ সিরিজে দুরন্ত ব্যাটিংয়ের পর সিংহভাগই বিরাটের চেয়ে স্মিথকে এগিয়ে রেখেছেন। তবে উল্টো পথে হাঁটলেন প্রাক্তন প্রোটিয়া তারকা জন্টি রোডস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাত্কালে জন্টি বলেন, "আমি বিরাট কোহলির খেলা উপভোগ করি। স্টিভ স্মিথের যেমন অ্যাকশন ও টেকনিক নিয়ে খেলে সেঞ্চুরি করে, সেটা আমার দেখা সব থেকে জঘন্য সেঞ্চুরি। ও (স্মিথ) এমন একজন ক্রিকেটার যে শুধুই রান করে যায়।" সেই সঙ্গে তিনি আরও বলেন, "যে ক্রিকেট দেখতে ভালবাসে সে নিশ্চয়ই ওহ-র বদলে ওয়াও বলতে চাইবে। বলবে কী ভাল শট! বিরাট কোহলি যে শট নেয় সেটা কী ও(স্টিভ স্মিথ)পারবে ?"


আরও পড়ুন -  রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি


সদ্য সমাপ্ত অ্যাসেজ সিরিজের সাত ইনিংসে ৭৭৪ রান করেছেন স্টিভ স্মিথ৷ নির্বাসন কাটিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনেই আইসিসি ​র‌্যাঙ্কিংয়ে সিংহাসন পুনরুদ্ধার করেছেন অজি তারকা ব্যাটসম্যান। অ্যাসেজ সিরিজ চলাকালীনই আইসিসি টেস্ট ​র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বিরাটকে টপকে শীর্ষস্থান দখল করেছেন স্টিভ স্মিথ।