ওয়েব ডেস্ক: শনিবার থেকেই রাঁচিতে শুরু হয়ে যাচ্ছে, ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি২০ সিরিজ। আর এই টি২০ সিরিজ শুরুর আগে সম্ভাবত, সিরিজের সবথেকে বড় ধাক্কাটা খেল অস্ট্রেলিয়া। তাদের অধিনায়ক স্টিভেন স্মিথ কাঁধের চোটের জন্য ছিটকে গেলেন একেবারে গোটা টি২০ সিরিজ থেকেই! তাঁর জায়গায় অস্ট্রেলিয়া দলে নিয়েছে মার্কাস স্টোইনিসকে। আর টি২০ সিরিজে স্মিথের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। তবে, ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ না খেলতে পারলেও অ্যাসেজের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। এমনটাই জানানো হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। প্রসঙ্গত, অ্যাসেজ সিরিজ শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নিজের মেয়েদের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মারাদোনা


অস্ট্রেলিয়ার উইকেটকিপার টিম পেইন বলেছেন, 'গ্লেন ম্যাক্সওয়েল উপমহাদেশে বেশ কিছু ম্যাচে ওপেন করেছে। আবার টি২০-তে ওয়ার্নার এবং ফিঞ্চ অনেক বেশি ভয়ঙ্কর জুটি বিপক্ষের কাছে। আমরা এখনও ঠিক করিনি যে, শেষপর্যন্ত কোন দু'জন ওপেন করতে যাবে। তবে, আমরা ভাগ্যবান যে, আমাদের দলে এমন অনেকেই রয়েছে, যারা দিব্যি যেকোনও জায়গায় খেলে দিতে পারে।'


আরও পড়ুন  মুম্বইয়ের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক ঘটতে চলেছে সচিন পুত্র অর্জুনের