নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপের ঘটনা। ভারত-অস্ট্রেলিয় ম্যাচ। স্টিভ স্মিথ তখন সবেমাত্র বল বিকৃতি কাণ্ডের জেরে শাস্তির মেয়াদ কাটিয়ে মাঠে ফিরেছেন। কিন্তু তাঁকে ছেড়ে কথা বলছেন না সমর্থকরা। চারপাশ থেকে উড়ে আসছে বিদ্রুপের তির। উঠছে  দুয়োধ্বনি। এরই মধ্যে চোয়াল শক্ত করে লড়াই চালানোর চেষ্টা করছেন স্টিভ স্মিথ। ক্রমশ চাপ বাড়াতে থাকেন ভারতীয় সমর্থকরা।  প্রতিপক্ষ দলের সেরা ব্যাটসম্যানকে চাপে ফেলতে যা যা করা যায় আর কী! এমন সময় স্টিভ স্মিথের ত্রাতা হয়ে এলেন বিরাট কোহলি। মাঠের শত্রুকে রক্ষা করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় ক্যাপ্টেন গোটা ঘটনাটি দেখছিলেন। একটা সময় দর্শকদের বিদ্রুপ মাত্রা ছাড়ালে কোহলি বাউন্ডারির কাছে এগিয়ে যান। তার পর হাত দিয়ে ইশারা করে চুপ করতে বললেন দর্শকদের। তিনি আবেদন করেন, স্মিথকে যেন আর বিদ্রুপ করা না হয়! ক্যাপ্টেনের অনুরোধ ফেলতে পারেননি দর্শকরা। আর কেউ স্মিথকে ব্যঙ্গ-বিদ্রুপ করেননি। মাঠে কোহলির এমন উদারতা মুগ্ধ করেছিলেন স্মিথকে। এতদিন এই নিয়ে কিছু না বললেও এবার মুখ খুললেন তিনি। জানালেন, সেদিন কোহলি তাঁর জন্য যেটা করেছেন তা এক কথায় অনবদ্য। তিনি কোহলির প্রতি কৃতজ্ঞতাও জাহির করেছেন।


আরও পড়ুন-  ধোনির পরিবর্ত পেয়ে গিয়েছে ভারত! কে, জানিয়ে দিলেন শোয়েব আখতার


ভারত-অস্ট্রেলিয়া মানেই টানটান উত্তেজনা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অনেক মুহূর্ত দর্শকরা চোখে দেখেছেন। তেমনই সচিন-ম্যাকগ্রা লড়াই, মাঠে দুই দলের ক্রিকেটারদের কথা কাটাকাটিতে জড়ানে! এমন অনেক ঘটনা ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের উত্তেজনা বাড়িয়েছে। তবে বিরাট কোহলির এমন উদ্যোগ যেন ভারত-অস্ট্রেলিয়া লড়াইকে অন্য মাত্রা দিল। স্মিথ এদিন বলেন, ''বিশ্বকাপের সময় কোহলি যা করেছে আমি ভুলব না। ওর সেই উদ্যোগ আমার বেশ ভাল লেগেছে। সেদিন দর্শকদের থামানোর জন্য ও উদ্যোগ না নিলেও পারত! কিন্তু ও নিয়েছিল। ও যেটা করেছে আমি তার প্রশংসা না করে পারছি না।''