ওয়েব ডেস্ক: চার টেস্টের সিরিজ শুরু হবে ২০১৭-র ফেব্রুয়ারিতে। আর ২০১৬-র বড়দিন থেকেই যেন খেলাটা শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর অনেক আগে থেকে মাঠের বাইরের লড়াই শুরু করে দিলেন অজি অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে এই অজানা তথ্যটা দিলেন তাঁর মা


স্টিভেন স্মিথ সাংবাদিকদের বলেছেন, তাঁদের স্ট্র্যাটেজি কী হতে চলেছে। অজি অধিনায়ক বলেন, 'আমরা জানি বিরাট মাঠে খুবই আগ্রাসী। আমরা এটাকেই আক্রমণ করতে চাই। আমরা ওকে মাঠে রাগিয়ে দিতে চাই। তাহলেই বিরাট এবং ওর ভারতীয় দল চাপে পড়ে যাবে।' স্মিথ অবশ্য বিরাটের প্রশংসাও করে বলেছেন, 'গত প্রায় দেড় বছর ধরে বিরাট এবং বিরাটের দল দুর্দান্ত পারফরম্যান্স করছে। আর ভারতে গিয়ে সিরিজ খেলাটা সবসময়ই কঠিন।' এবার দেখার বিরাটকে রাগানোর ফল কতটা হাতে নাতে পায় অজিরা। কারণ, মিচেল জনসনকে দেওয়া সেই 'উড়ন্ত চুমু' যে, ক্রিকেটপ্রেমীরা ভোলেননি।


আরও পড়ুন  জানেন আমাদের দেশে ঠিক কতগুলো এটিএম কাউন্টার আছে?