নিজস্ব প্রতিবেদন: চুনী গোস্বামীর প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার চুনী গোস্বামীর স্মৃতিচারণায় প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"চুনীদার খেলা দেখে বড় হয়েছি। মোহনবাগান মাঠে যেদিন প্রথম খেলতে নেমেছি চুনীদাকে কাছ থেকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। যে মানুষটার খেলা দেখে বড় হয়েছি তাঁকে সামনাসামনি হাঁটতে দেখছি। আমার কাছে চুনী গোস্বামী একজন ভারতবর্ষের সেরা ক্রীড়াবিদ। ফুটবল ছাড়াও চুনী দা ক্রিকেট, হকি, টেনিস সমস্ত কিছু খেলেছেন। চুনী গোস্বামী একজন শ্রেষ্ঠ ক্রীড়াব্যক্তিত্ব।" -কথাগুলো বলতে বলতে গলা ধরে যাচ্ছিল সুভাষ ভৌমিকের।


চুনী গোস্বামীকে নিয়ে অতীতে ডুব দিলেন সুভাষ ভৌমিক। স্মৃতির পাতা থেকে স্মরণ করলেন,"আমি দেখেছি, উত্তম কুমারও চুনী গোস্বামীকে খাতির করে চলেছিলেন। মোহনবাগান মাঠে একটা অনুষ্ঠানে শেষবার চুনী গোস্বামীকে দেখেছিলাম। হুইলচেয়ারে চুনীদাকে আসতে দেখে খুব খারাপ লেগেছিল।" একটু থেমে আবার বলেন, "চুনীদা চলে গেলেন কিন্তু অনেক কিছু রেখে গেলেন। পাহাড়ের এমন এক চূড়া থেকে চুনীদা গেলেন যে ভারতবর্ষের ক্রীড়া আঙিনায় আরো ১০০ বছর তিনি বিরাজ করবেন।"


আরও পড়ুন - প্রয়াত চুনী গোস্বামী; শোকবার্তা AIFF, BCCI-এর