নিজস্ব প্রতিবেদন:  ১১ দল নিয়ে নতুন বছরে ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই মরসুমের আই লিগ। মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই।  তবে কলকাতার আর এক প্রধান মহমেডান স্পোর্টিং উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে। প্রথম ম্যাচেই সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ এবারের আই লিগের নতুন দল সুদেভা দিল্লি এফসি। ৯ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু দুপুর দুটোয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আরও পড়ুন - যৌন কেলেঙ্কারি, প্রেমিকার মডেল বান্ধবীর সঙ্গে প্রতারণার অভিযোগে PSG স্ট্রাইকারের চুক্তি বাতিল 


করোনা পরিস্থিতিতে দর্শকহীন স্টেডিয়ামে হবে এবারের আই লিগ। জানিয়ে দিয়েছে ফেডারেশন। ১১দলের এই লিগের আপাতত সূচি প্রকাশ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ প্রথম ১০ রাউন্ডের সূচি প্রকাশিত হয়েছে। আই লিগের ম্যাচগুলি হবে যুবভারতী ক্রীড়াঙ্গন, কল্যাণী স্টেডিয়াম এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।



আইএসএলের মতোই বায়ো বাবলে হবে আই লিগ। প্রতিটি দলের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ এমনকী কর্তাদেরও জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে।


 


আরও পড়ুন - বায়ো-বাবলে টানা ক্রিকেটে ক্লান্ত হার্দিক ছেলের সঙ্গে সময় কাটাতে চান!