ওয়েব ডেস্ক: গোলরক্ষক তিনকাঠির তলায় দাঁড়িয়ে থাকেন, জালে বল জাড়ানোর 'গোলকাণ্ড' আটকানোর জন্যই, আর যেটা যত সহজভাবে হওয়া সম্ভব ততই 'মঙ্গল'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোপা থেকে ইউরো, বিশ্বকাপ থেকে ক্লাব ফুটবল তাবড় তাবড় গোলরক্ষকরা তাঁদের ক্যারিশ্মাতে দর্শকদের মন মজিয়েছেন। হুহুহুহুহহুহহু! এভাবেও গোল সেভ! 


কখনও ডি-বক্সের মাঝে স্কিল, কখনও সুইপারের ভূমিকায় কখনও স্করপিয়ান কিক, এক একজনের স্টাইল এক একধরনের। দেখে নিন বিশ্বের সেইসব গোলরক্ষকদের, যাঁদের বলা হয় 'Suicidal Goalkeeper'।


দশম- সাওবে (জার্মানি)
নবম- ওরোজোকো (মেক্সিকো)
অষ্টম- কিলেসেন (নেদারল্যান্ড)
সপ্তম- টের সেজেন (জার্মানি)
ষষ্ঠ- গাত্তি (আর্জেন্টিনা)
পঞ্চম- আদ্রিয়ান (স্পেন)
চতুর্থ- কাম্পোস (মেক্সিকো)
তৃতীয়- মন্দে (ফ্রান্স)
দ্বিতীয়- ম্যনুয়েল ন্যুয়ের (জার্মানি)
প্রথম- হিগুইতা (কলম্বিয়া)