নিজস্ব প্রতিবেদন :  আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে একটু পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। শনিবার পুণেতে তৃতীয় একদিনের ম্যাচের পরই সোমবার চতুর্থ একদিনের ম্যাচ। রবিবার দিন তাই মুম্বইয়ে তাই 'গলি ক্রিকেট' খেলেই ব্র্যাবোর্নের প্রস্তুতি নিলেন রোহিত শর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন -  ব্র্যাবোর্নে চতুর্থ একদিনের ম্যাচে দলে ভারসাম্যের খোঁজে বিরাটবাহিনী


ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে গুয়াহাটিতে অপরাজিত ১৫২ রানের ইনিংস খেলেছিলেন ওপেনার রোহিত শর্মা। প্রথম ম্যাচে শতরান করলেও পর পর দুটো ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেন নি 'হিটম্যান'। বিশাখাপত্তনমে ৪ এবং পুণেতে ৮ রানে সাজঘরে ফিরে যান মুম্বইকার। চতুর্থ একদিনের ম্যাচে ঘরের মাঠে ফর্ম ফিরে পেতে মরিয়া রোহিত। আর তাই রবিবার, ছুটির দিনে নিজেকে 'গলি ক্রিকেট' খেলেই তৈরি রাখলেন। মুম্বইয়ের রাস্তার কিছু ছেলেদের সঙ্গে ট্রাফিক কোনকে উইকেট বানিয়ে মেজাজেই চলল ক্রিকেট। আর সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।



পাঁচ ম্যাচের একদিনের সিরিজ এখন ১-১। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া জিতলেও দ্বিতীয় ম্যাচে টাই এবং তৃতীয় ম্যাচে হারের পর আজ জয়ের সরণীতে ফিরতে মরিয়া টিম বিরাট অ্যান্ড কোম্পানি।