জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইম্ফলের খুমান লম্পক স্টেডিয়ামে, (The Khuman Lampak Main Stadium) কিরগিজ প্রজাতন্ত্রের (India vs Kyrgyz Republic) বিরুদ্ধে নামার আগে সুনীল ছেত্রীর একটি উক্তি কার্যত ভাইরাল হয়ে গিয়েছিল। সুনীল সাংবাদিকদের বলেছিলেন, 'দেখুন কথাটা আমি বড়াই করে বলছি না, কিন্তু আমার মনে হয়, আমার মতো গোলের খিদে খুব কম প্লেয়ারেরই রয়েছে।' ভারত অধিনায়ক ওরফের ফ্যান ফেভারিট 'ক্যাপ্টেন ফ্যান্টাসটিক' সেই কথাই প্রমাণ করে দিলেন মাঠে নেমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের জার্সিতে কেরিয়ারের ৮৫ নম্বর গোলটি করে ভারতকে এনে দিলেন ত্রিদেশীয় টুর্নামেন্ট (Tri-Nation Friendly)। মঙ্গলবার ভারত ২-০ গোলে কিরগিজ প্রজাতন্ত্রকে হারাল। প্রথমার্ধে গোল করেন সন্দেশ ঝিঙ্গন (Sandesh Jhingan)। ৩৪ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় ভারত। বিরতিতে ১-০ এগিয়ে মাঠ ছাড়ে ভারত। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে পেনাল্টিতে গোল করে ম্যাচে ও টুর্নামেন্টে ভারতের নাম লিখে দেন সুনীল। আর এই গোলের সঙ্গেই সুনীল টপকে যান হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেন পুসকাসকে (Ferenc Puskás)। পুসকাস দেশের জার্সিতে করেছিলেন ৮৪টি গোল। সুনীল তাঁকেই পিছনে ফেলে দিলেন আজ। সর্বাধিক আন্তর্জাতিক গোল করার ক্ষেত্রে সুনীল এখন পাঁচে। যা বিশ্বরেকর্ড। সক্রিয় ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসির (Lionel Messi) পরেই সুনীল। 




সর্বাধিক আন্তর্জাতিক গোল করার ক্ষেত্রে একে পর্তুগালের রোনাল্ডো (১২০), দুয়ে ইরানের আলি দেই (১০৯), তিনে আর্জেন্টিনার লিও মেসি (৯৯), চারে মালয়েশিয়ার মোক্তার দাহারি (৮৯), পাঁচে সুনীল (৮৫) ও ছয়ে পুসকাস (৮৪)। এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে প্রথম টুর্নামেন্টে ভারত সফল। দুর্বল মায়ানমারের বিরুদ্ধে সুনীলদের অত্যন্ত ছন্নছাড়া দেখিয়েছিল। কিন্তু মায়ানমারের চেয়ে অনেক বেশি শক্তিশালী কিরগিজদের বিরুদ্ধে ভারত অনেক বেশি গোছান ফুটবল খেলল। ইগর স্টিমাচ এই টুর্নামেন্টকে প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখেছিলেন। চেয়েছিলেন তরুণদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে। তবে এদিন তিনি ফিফা তালিকায় ভারতের থেকে ১২ ধাপ পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে পূর্ণশক্তির দলই নামালেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)