নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্র করার পর অবশেষে সাফ কাপে (SAFF Championships) জয়ের মুখ দেখল ভারত। সৌজন্যে সুনীল ছেত্রী (Sunil Chhetri)। 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক'-এর একমাত্র গোলে ভারত ১-০ হারিয়েছে নেপালকে। সুনীলের সৌজন্যেই সাতবারের চ্যাম্পিয়নরা টিকে থাকল এই টুর্নামেন্টে। ম্যাচের ৮২ মিনিটে সুনীল গোল করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে এনেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেপালের বিরুদ্ধে গোল করেই সুনীল স্পর্শ করে ফেলেছেন কিংবদন্তি পেলেকে। দেশের হয়ে ১২৩ নম্বর ম্যাচে সুনীল আন্তর্জাতিক কেরিয়ারের ৭৭তম গোলটি পেয়ে গেলেন। পেলে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন। সক্রিয় আন্তর্জাতিক ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সুনীল এখন যুগ্ম ভাবে তৃতীয়। সংযুক্ত আরব আমির শাহির আলি মাবখুতের সঙ্গে এক আসনে রয়েছেন সুনীল। তাঁর আগে রয়েছেন আর্জেন্তাইন রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)। এলএম টেনের ঝুলিতে আছে ৭৯টি গোল। মগডালে রয়েছেন পর্তুগিজ জাদুকর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১২)।


আরও পড়ুনIPL 2021: Dhoni-র ক্ষুরধার মস্তিষ্কে দিল্লিকে হারিয়ে ফাইনালে চলে গেল CSK



ম্যাচের পর সুনীল বলেন, "এই জয় আমাদের কাছে স্বস্তির। আমরা এই টুর্নামেন্টে ভাল খেলছিলাম না। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। বিগত দুই ম্যাচে গোলের সামনে আমাদের পারফরম্যান্স ছিল ভয়ঙ্কর। আজও প্রচুর গোল মিস করেছি। কোনও অজুহাত দেওয়ার নেই। অবশেষে টুর্নামেন্টে প্রাণ পেলাম। আমাদের অনেক কিছু করার বাকি আছে। সবচেয়ে বড় ব্যাপার টুর্নামেন্টে আমরা রয়ে গেলাম।"তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পাঁচ দলীয় টুর্নামেন্টে ভারত তিনে। একে মলদ্বীপ (৩ ম্যাচে ৬ পয়েন্ট) ও দুয়ে নেপাল (৩ ম্যাচে ৬)। আগামী বুধবার মলদ্বীপের বিরুদ্ধে ফাইনাল রাউন্ড-রবিন লিগের ম্যাচে ভারতকে জিততেই হবে। তবেই সুনীলরা ১৬ অক্টোবর ফাইনাল খেলতে পারবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)