জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে মহরাজকীয় ইনিংস খেলার পর বিরাট কোহলিকে (Virat Kohli) সোহাগে-আদরে ভরিয়ে দিয়েছেন সতীর্থ থেকে প্রাক্তন সতীর্থরা। কখনও রোহিত শর্মা (Rohit Sharma) তুলে নিলেন কাঁধে, তো কখনও রাহুল দ্রাবিড় (Rahul Dravid) টেনে নিলেন বুকে। ম্যাচ শেষের পর ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan) ইনস্টাগ্রামে দু'টি ভিডিয়ো শেয়ার করেছেন। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, দেশের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটিং মায়েস্ত্রো সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar)। একেবারে অন্য় মেজাজেই ধরা দিলেন গাভাসকর। সম্প্রচারকারী চ্যানেলের ক্রিকেট পণ্ডিত হিসাবে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) কাজ করছেন সানি। ভারতের জয়ের পর গ্যালারিতে একেবারে শিশুর মতো নেচেছেন তিনি। পাঠান এই ভিডিয়ো পোস্ট করেই লিখেছেন যে, 'গ্রেট সানিজিও না নেচে পারলেন না'। অন্য একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, পাঠান কোহলিকে কোলে তুলে লাফাচ্ছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস মহাযুদ্ধ জিতেছে ভারত। গত রবিবার মেলবোর্ন দেখেছে সুপার সানডে। 'মাদার অফ অল ব্যাটল'-এর শেষ ওভার ছিল যেন কোনও সাসপেন্স থ্রিলার। রোমহর্ষক এই ম্যাচ চার উইকেটে ছিনিয়ে নেয় ভারত! রোহিত শর্মা বনাম বাবর আজমদের হেভিওয়েট ডুয়েলের দিকেই ছিল সবার চোখ। পাকিস্তানের ১৫৯ রান তাড়া করতে নেমে ভারত ৩১ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। ম্যাচ থেকে কার্যত বেরিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দলকে খাদের কিনারা থেকে তুলে এনে ম্য়াচ জেতান বিরাট-হার্দিক। চতুর্থ উইকেট পার্টনারশিপে বিরাট-হার্দিক ১১৩ রান যোগ করেছিলেন স্কোরবোর্ডে। ৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন হার্দিক। ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট। 


আরও পড়ুন: No-ball Controversy | IND vs PAK: কেন নো বল? আওয়াজ আক্রম-ওয়াকার-শোয়েবদের! মাঠে কিংবদন্তি আম্পায়ার




আরও পড়ুন: পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


সারা বিশ্ব জানে যে, তিনি যেদিন ব্যাট হাতে জ্বলে ওঠেন, সেদিন বিপক্ষের ভূমিকা হবে কেবলই নীরব দর্শক। রবিবাসরীয় মেলবোর্নে একাই কেড়ে নিলেন লাইমলাইট। পাক বধ করে আবারও জানিয়ে দিলেন যে, জঙ্গলের রাজা আজও একটাই। তাঁর নাম কোহলি। নেটদুনিয়া ফ্যানরা আর আবেগ ধরে রাখতে পারেননি। কোহলিকে তাঁরা বলছেন বাইশ গজের বাপ। অন্যদিকে এই ইনিংসের পর আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে এখন বিশ্বের সর্বোচ্চ রানশিকারি কোহলিই। সতীর্থ রোহিত শর্মার গদি কেড়ে সিংহাসনে বসলেন রাজা বিরাট। ১১০ ম্যাচের পর বিরাটের ঝুলিতে এখন ৩৭৯৪ রান। দ্বিতীয় স্থানে থাকা রোহিতের ব্যাট থেকে এসেছে ১৪৩ ম্যাচে ৩৭৪১ রান। তিনে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ১২২ ম্যাচে ৩৫৩১ রান। চারে পাক ক্যাপ্টেন বাবর আজম। ৯৩ ম্যাচে ৩২৩১ রান। পাঁচে আয়ারল্যান্ডের পল স্টারলিং। ১১৮ ম্যাচে ৩১১৯ রান। বোঝাই যাচ্ছে যে, চলতি টি-২০ বিশ্বকাপে বিরাট-রোহিতের মধ্যে মগডালে ওঠার সাপ লুডো খেলা চলতেই থাকবে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)