নিজস্ব প্রতিবেদন— সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, সুরেশ রায়না, বিরাট কোহলি থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের বহু তারকা করোনা মোকাবিলায় সরকারকে আর্থিক অনুদান দিয়েছেন। তারকাদের লাখ লাখ টাকা দেওয়ার সেইসব খবর ফলাও করে প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যমে। এরই মধ্যে ৫৯ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন সুনীল গাওয়াস্কার। তবে করোনা মোকাবিলায় আর্থিক অনুদানের কথা গাওয়াস্কার নিজেঢাক পিটিয়ে প্রকাশ করেননি। প্রধানমন্ত্রীর তহবিলে তিনি দিয়েছেন ৩৫ লাখ টাকা। মহারাষ্ট্রের রাজ্য সরকারের কোভিড-১৯ ত্রাণ তহবিলে দিয়েছেন ২৪ লাখ টাকা। কেন তিনি ৫৯ লাখ টাকাই দিলেন! আর কেনই বা সেই টাকাটা এভাবে দুভাগে ভাগ করে দান করলেন! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরে পড়ুন— সর্বকালের সেরা বিশ্ব একাদশ বেছে নিলেন 'ঘরবন্দি' শেন ওয়ার্ন; দলে মাত্র দুই ভারতীয়


গাওয়াস্কারের আর্থিক অনুদানের খবর প্রকাশ করেছেন মুম্বইয়ের প্রাক্তন ব্যাটসম্যান অমল মজুমদার। তিনিই প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে গাওয়াস্কারের অনুদানের খবর প্রকাশ করেন। তার পর সানি গাওয়াস্কারের ছেলে রোহন বাবার আর্থিক অনুদানের খবর নিশ্চিত করেন। তবে ৫৯ লাখ টাকা দান করার পিছনে আলাদা একটা তাৎপর্য রয়েছে বলেও জানিয়েছেন রোহন। তিনি টুইটারে তার ব্যাখ্যা দিয়েছেন। রোহন গাওয়াস্কার লিখেছেন, ভারতীয় দলের জার্সিতে মোট ৩৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তাঁর বাবা। টেস্টে ৩৪টি এবং একদিনের ক্রিকেটে একটি। তাই প্রধানমন্ত্রীর তহবিলে তিনি দান করেছেন ৩৫ লাখ টাকা। মুম্বইয়ের হয়ে গাওয়াস্কার করেছেন ২৪টি সেঞ্চুরি। তাই মহারাষ্ট্রের ত্রাণ তহবিলে তিনি দিয়েছেন ২৪ লাখ টাকা।