নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলার জন্য অবসর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। ইমরান খানের অনুরোধেই নিজের অবসর পিছিয়ে দিয়েছিলেন সানি। ৩৩ বছর পর স্বীকার করলেন সুনীল গাভাসকর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



১৯৮৬ সালে ইংল্যান্ড সফরের সময়ই গাভাসকর অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সেইসময় ইংল্যান্ড সফরে একদিন ইমরান খানের সঙ্গে এক রেস্তোরাঁয় আড্ডা দিতে যান সানি। তখনই প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানকে, গাভাসকর জানান, সিরিজ শেষ হওয়ার পরেই তিনি অবসর নেবেন। তখনই গাভাসকরকে অবসর না হেওয়ার জন্য অনুরোধ করেন ইমরান খান।


আরও পড়ুন - পাকিস্তানের কোচ থাকছেন মিকি আর্থার! টেস্ট দলের নেতৃত্বে আজহার আলি?


কারণ, সেই বছরেই ভারত সফরে টেস্ট সিরিজে খেলতে আসার কথা ছিল পাকিস্তানের। ভারতে খেলতে আসার আগে ইমরান গাভাসকারকে বলেন, ভারতের মাটিতে ভারতকে হারানো তাঁর স্বপ্ন। ভারতের সেই টিমে গাভাসকর না থাকলে ভারতের বিরুদ্ধে সেই জয়ের কোনও মানেই হয় না।সেই দিনই ইমরানকে গাভাসকর কথা দেন, পাকিস্তান সিরিজের পরেই তিনি অবসর নেবেন।