জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা দু'বছরের কঠোর পরিশ্রম ও ধারাবাহিক ভাবে পারফরম্যান্স। এই দুয়ের যোগফলেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC World Test Championship) খেলা যায়। তবে শিরোপা জয়ের লড়াইয়ে দুই ফাইনালিস্ট একটি ম্যাচই পায়। সেখানেই সব হিসেব বুঝে নিতে হয়। কেনিংটন ওভালে (Oval) প্যাট কামিন্সের  (Pat Cummins) অস্ট্রেলিয়ার কাছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ২০৯ রানে হেরেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC 2023 Final)। ব্যাক-টু-ব্যাক আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেও ফিনিশিং লাইন টপকাতে পারল না খাতায়-কলমে বিশ্বের এক নম্বর টিম। কোচ-অধিনায়ক বদলেও ভারতের নিটফল দাঁড়াল সেই একই। আইসিসি খেতাব খুইয়ে ভারত অধিনায়ক রোহিত দাবি করেছেন যে, আগামী ডব্লিউটিসি সাইকেলে ফাইনালের ফয়সলা হোক তিন টেস্ট ম্যাচের ভিত্তিতে। রোহিতের এই দাবি শুনে তাঁকে চরম কটাক্ষ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং মায়েস্ত্রো সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেন, 'ফাইনালের ফয়সলা এক টেস্টে ম্যাচেই হবে। এটা বহু আগেই নির্ধারিত। প্রথম ম্যাচ খেলতে নামার আগেই সকলে জানে যে, ফাইনালে হবে একটিই ম্যাচ। সেভাবেই মানসিক প্রস্তুতি নিতে হয়। ঠিক যেভাবে কেউ আইপিএলের জন্য তৈরি হয়। আইপিএলে তো বেস্ট অফ থ্রি'র কথা বলে না। সকলেরই খারাপ দিন যেতে পারে। সেটা কয়েকদিন হতেই পারে। কিন্তু ডব্লিউটিসি সাইকেলের প্রথম বল গড়ানোর আগেই জানা থাকে যে কী হবে! ফলে বেস্ট অফ থ্রি'র কথা কেউ বলতে পারে না। এরপর তো বলবে বেস্ট অফ ফাইভ হলে ভালো হয়।'


আরও পড়ুন: WTC 2023 Final | Sunil Gavaskar: 'কোহলিকে জিজ্ঞাসা করুন, কীভাবে ওই শট খেলল!' তিন মহাতারকাকে ধুয়ে দিলেন সানি


ম্যাচের পর রোহিত বলেছিলেন, 'আমি চাইব তিন টেস্ট ম্যাচের ডব্লিউটিসি ফাইনাল খেলতে। আমরা কঠোর পরিশ্রম করেছি, লড়েছি। কিন্তু একটি ম্যাচই খেলেছি। আমার মনে হয়, পরের ডব্লিউটিসি সাইকেলে তিন ম্যাচের টেস্ট সিরিজ আদর্শ হবে ফাইনালে।' যা শুনে কামিন্স বলেছেন, 'আমার মনে হয় এক ম্য়াচের ফাইনাল একদম ঠিক। এই নিয়ে কোনও দ্বিধা নেই। আমার মনে হয় ৫০ ম্যাচের সিরিজ আদর্শ। কিন্তু অলিম্পিক্সেও সোনার জন্য একটিই দৌড় থাকে। এএফএল (অস্ট্রেলিয়ান ফুটবল লিগ) ও এনআরএলে (ন্যাশনাল রাগবি লিগ) ফাইনাল সিরিজ হয়। এটাই খেলা।' গতবার ডব্লিউটিসি ফাইনালে ভারত হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। ভারতের তৎকালীন কোচ রবি শাস্ত্রীও এক টেস্টে ফাইনালের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)