জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাপুটে জয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। রবিবাসরীয় এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chepauk, Chennai) হয়েছে ভারত-অস্ট্রেলিয়া মহারণ। ৩৩ হাজার ১৯০ জন দর্শকের সামনে ভারত ছয়ে উইকেটে দারুণ জয় পেয়েছে। ভারত কাপযুদ্ধের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG, World Cup 2023)। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে খেলা। তবে এদিন ভারতের প্রথম একাদশ দেখে ক্ষোভে ফুঁসছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি মেনে নিতে পারছেন না যে, কী করে মহম্মদ শামি (Mohammed Shami) ও আর অশ্বিনকে (R Ashwin) বসাল ভারত!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: England vs Bangladesh | World Cup 2023: ব্রিটিশদের বেদম প্রহারে 'বাঘ' হয়ে গেল ভিজে বিড়াল!


এদিন দিল্লিতে টস হেরে ভারত প্রথমে বল পায়। তখন রোহিত বলেন, 'আমরা পরেই ব্যাট করার কথা ভাবছিলাম। গত ম্যাচে সন্ধ্যার দিকে আমরা শিশির দেখেছি মাঠে। মনে হয় না উইকেটে খুব একটা বদল আসবে। আমাদের ভালো করে বল করতে হবে। পরে ভালো ব্যাটও করতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা চাপে পড়ে গিয়েছিলাম। কিন্তু কেএল রাহুল ও বিরাট কোহলি দারুণ ব্যাট করেছে। এরকম পারফরম্য়ান্সের জন্য আমরা গর্ব বোধ করি। আশা করি গত ম্যাচের পারফরম্যান্সই আমরা করতে পারব। অশ্বিন খেলছে না। শার্দূল এসেছে ওর জায়গায়।'


গাভাসকর সম্প্রচারকারী চ্যানেলে দল দেখে বলেন, 'এটা কঠিন একটা কল। আমার মনে হয় দল হিসেবে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো উচিত। অনেকটা আউটিংয়ের মতো। আমি ভেবেছিলাম মহম্মদ শামি থাকবে। ও ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিল। ওর ওই হ্যাটট্রিকেই খেলা ঘুরে গিয়েছিল। মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা একেবারে মনস্তাত্ত্বিক ব্যাপার। যে হ্যাটট্রিক করল, তাকে খেলানো হবে না। অশ্বিনের ব্যাপারেও আমার বলা আছে। আমি জানি ২০১৯ সালের দল থেকে এবারের আফগানিস্তানের লাইন আপ কিছুটা আলাদা। কিন্তু যাই হোক অশ্বিনকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। যদিও অশ্বিন এতে অভ্যস্ত, ওকে টিম থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি আরও বেশি করে প্রতিষ্ঠিত হচ্ছে। ভারত আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যা করেছিল, এবারও সেটাই করতে হবে। যত কম রানে সম্ভব, আফগানিস্তানকে বেঁধে ফেলতে হবে।'



ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)