ওয়েব ডেস্ক: টি২০-ক্রিকেটের টাইব্রেকার। সুপারওভারকে এমন ভাবেই বলা যায়। দুটো দলই যখন একই রানে দাঁড়িয়ে থাকে, তখন টি২০-তে হয় সুপার ওভার। টাই ভাঙতে দুটো দলই এক ওভার করে ব্যাটিং করে। যারা বেশি রান করে ম্যাচ তারাই জেতে। ভাবছেন, হঠাত্‍ কেন সুপার ওভারের প্রসঙ্গ তুলছি! আরে বাবা আইপিএলের ভরা মরসুমে সুপার ওভারের কথা তো আসবেই। আচ্ছা আপনাকে যদি বছর দুয়েক আগে এমনই এক সুপার ওভারের কথা মনে করিয়ে দিই কেমন হয়! নিন তার সঙ্গে জুড়ে দিই সুনীল নারিনের কথা। আইপিএলে এবার কেকেআর-এর ভরা বাজার। নারিনের প্রত্যাবর্তনটাও হয়েছে রাজকীয়। সেই নারিন ২০১৪ সালে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ম্যাচে সুপারওভারে গড়েছিলেন এক বিরল কীর্তি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে দুনিয়ার প্রথম বোলার হিসেবে সুপার ওভারে মেডেন দিয়েছিলেন নারিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সুপার ওভারে ৬টা বল করে একটাও রান দেননি। নারিনের দল গায়না আমাজন ওয়ারিয়র্স সুপার ওভারে প্রথমে ব্যাট করে তুলেছিল ১১ রান। সেখানে রেড স্টিল দলের নিকোলাস পোরানকে একেবারে দাঁড় করিয়ে রেখে দলকে অবিশ্বাস্যভাবে জিতিয়ে দেন নারিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন সেই ভিডিও

 


আগামী কটা দিন কলকাতার আশা ভরসা, শাহরুখের স্বপ্নের ফেরিওয়ালা তিনিই। সেই নারিনের কীর্তিই একবার মনে করিয়ে দিলাম।