নিজস্ব প্রতিবেদন : আইপিএল শুরুর আগে ধাক্কা হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি দলে। গত মরশুমে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানটি এবার চোটের কবলে। নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন বাঁ কাঁধে চোট পান। এমনকী টেস্ট চলাকালীন তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয় স্ক্যান করানোর জন্য। সেই স্ক্যান রিপোর্টও চলে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বাঁ কাঁধের পেকটোরাল মাসেলে চিড় ধরা পড়েছে উইলিয়ামসনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বকাপের আগে কিউই অধিনায়ককে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ নিউ জিল্যান্ড। তাই শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু হতে চলা বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে কেন উইলিয়ামসনকে। এমনিতেই পর পর দুটো টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে কিউই শিবির। নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিডের মতে উইলিয়ামসনের চোট মারাত্মক নয়। দ্রুত সেরে উঠবেন তিনি। কিন্তু আইপিএলে শুরুর দিকে তিনি কি খেলতে পারবেন?


আরও পড়ুন - IPL 2019: মোহালি ম্যাজিকেই আইপিএল-এর আগে মাতামাতি টার্নারকে নিয়ে!


বাংলাদেশ সিরিজ শেষ করেই ভারতে আইপিএল খেলতে আসার কথা উইলিয়ামসনের। কিউই কোচের মতে, " আমরা যেমনটা মনে করছি, সেই রকমভাবে যদি এগোয় তাহলে আইপিএলে খেলতে কোনও সমস্যা হওয়ার কথা নয় তার। পাশাপাশি এটাও দেখতে হবে যে ও নিজে ১০০ শতাংশ নিশ্চিত কিনা! যদি সেটা থাকে তবেই ভারতের উড়ানে উঠবে।"