ব্যাট হাতে মাঠে নামলেন `নির্বাসিত` ওয়ার্নার
অস্ট্রেলিয়ার ডারউইনের নর্দান টেরিটরির খুদে ক্রিকেটারদের নানান টিপস দিতে দেখা গেল ডেভিড ওয়ার্নারকে। কচিকাঁচাদের টিপস দেওয়ার পাশাপাশি নিজের ব্যাটিংটাও একবার ঝালিয়ে নিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : মাঠে ফিরলেন 'স্যান্ডপেপার গেট'-এ নির্বাসিত অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। শুধু মাঠে ফেরা নয়, বাইশ গজে ব্যাটও করলেন তিনি। দেখুন সেই ভিডিও।
অস্ট্রেলিয়ার ডারউইনের নর্দান টেরিটরির খুদে ক্রিকেটারদের নানান টিপস দিতে দেখা গেল ডেভিড ওয়ার্নারকে। কচিকাঁচাদের টিপস দেওয়ার পাশাপাশি নিজের ব্যাটিংটাও একবার ঝালিয়ে নিলেন তিনি। সঙ্গে মেটালেন সবার অটোগ্রাফের আবদার।
অস্ট্রেলিয়ার একটি পথ নিরাপত্তা অ্যাপের প্রচারে যুক্ত রয়েছেন নির্বাসিত ওয়ার্নার। বল বিকৃতি-কাণ্ডের পর ভক্তদের সমর্থনকে ধন্যবাদ জানিয়ে ওয়ার্নার বলেন, "মানুষের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত, ভুল থেকে শিক্ষা নিয়েছি। বল বিকৃতি-কাণ্ডের পর যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি, সেটা কখনও ভোলবার নয়।"
কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে আপাতত ১২ মাসের নির্বাসন ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের প্রসারে কাজ করছেন ওয়ার্নার। তাই খুদে ক্রিকেটারদের সঙ্গে ব্যাটে-বলে মেতে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রান্তীয় অঞ্চল থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনার পাশাপাশি ক্রিকেট পরিকাঠামোর উন্নয়ন এবং আর্থিক সহায়তার কাজে হাত বাড়িয়ে দিয়েছেন ওয়ার্নার।
আরও পড়ুন- বিশ্বাস ফেরাতে চান স্টিভ স্মিথ