নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে  ১১টা বছর কেটে গিয়েছে। কখনও প্লে অফের আগেই থেমেছে দল, আবার কখনও ফাইনালে পৌঁছেও স্বপ্নপূরণ হয়নি। এক দশকের বিরাট প্রত্যাশা নিয়ে এবারও ক্যাপ্টেন কোহলির দিকে তাকিয়ে ছিল বেঙ্গালুরু। কিন্তু, আবারও স্বপ্নভঙ্গ।  আইপিএল ট্রফি জেতার চ্যালেঞ্জ নিয়ে এবারও অসফল হয়েছেন বিরাট ব্রিগেড। ম্যাককালাম, এবি ডিভিলিয়ার্স, বিরাট- এই ত্রয়ী প্লে অফেই তুলতে পারেনি তাঁদের দলকে। স্বাভাবিক ভাবেই হতাশ হয়েছেন অনুরাগীরা। এভাবে মরশুম শেষ করে হতাশ খোদ অধিনায়কও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিরাটের ফিটনেস চ্যালেঞ্জে সাড়া দিলেন প্রধানমন্ত্রী


টুইটে বিরাট জানালেন, “অনুরাগীদের আশাপূরণ করতে পারিনি, দুঃখিত। আমরা যেভাবে খেলেছি তা একেবারেই গৌরবের নয়। জীবনে আমরা যা চাই, সবসময় সেটা পাই না। এটাই জীবন। আমাদের এটা নিয়ে ভাবতে হবে এবং আশা করছি সামনের মরশুমে আমরা লড়াইয়ে ফিরব। কথা দিচ্ছি, ট্রফি জেতার জন্য সাধ্যমতো সব কিছু করব। আমাদের এভাবেই সমর্থন করুন”।