ওয়েব ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জয়। রঞ্জি ট্রফি-সহ জাতীয় স্তরের যে কোনও ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বিহার। ভারতীয় বোর্ডের জারি করা 'নির্বাসন' তুলে এক রায়ে একথা জানাল দেশের সর্বোচ্চ আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ধোনিকে নিয়ে 'ধর্মসংকটে' বোর্ড!


প্রধান বিচারপতি দীপক মিশ্র এদিন স্পষ্ট করেন, "এতদিন জাতীয় স্তরের কোনও প্রতিযোগিতায় বিহারকে অংশগ্রহণ করতে দেওয়া হত না। এবার থেকে তারা অংশগ্রহণ করতে পারবে।" বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এএম খানওয়ালিকর এবং ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন সে রাজ্যের ক্রিকেট প্রশাসক হিসাবে স্বীকৃতি দিয়েছে। তবে বিহারকে যে আলাদা করে কোনও সুবিধা দেওয়া হয়নি, সে বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছে শীর্ষ আদালত। 


আরও পড়ুন- কোহলি হারলে হারাবেন কপিলকে, আর জিতলে গাঙ্গুলিকে