ওয়েব ডেস্ক: গোটা বছরটায় খেলার মাঠে এমন বেশ কিছু ঘটনা ঘটল, যেগুলো বড় খবর তো বটেই। যা প্রায় কেউই ভাবেননি, সেগুলোই দিব্যি হয়ে গিয়েছে। তবে, আমরা শুধু দলগত ঘটনাগুলোই আলোচনা করলাম এখানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) বাংলাদেশের একদিনের ক্রিকেট দুর্দান্ত সাফল্য - গোটা ২০১৫ সালটাই বাংলাদেশের একদিনের ক্রিকেট দল দুর্দান্ত সাফল্য পেয়েছে। একের পর এক শক্তিশালী দলকে অবলীলায় হারিয়ে দিয়েছে তাঁরা। পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা থেকে ভারত, সবাইকে হেরেই ফিরতে হয়েছে বাংলাদেশ থেকে। বিস্তারিত পড়ুন
 



২) আফগানিস্থান সিরিজ জিতল টেস্ট খেলিয়ে দেশ জিম্বাবোয়ের বিরুদ্ধেও- এক ঝলকে মনে হবে, এতে আর খবর কোথায়। জিম্বাবোয়ের মতো দলকে হারিয়েছে বলে, এত কথা কীসের! কিন্তু যারা হারাচ্ছে, তাদের নাম আফগানিস্থান। দেশটায় বেঁচে থাকাটাই অনেক। সেই তারাই কিনা দিব্যি হারিয়ে এল একটা দীর্ঘদিনের ক্রিকেট খেলিয়ে দেশকে! বিস্তারিত পড়ুন
 



৩) দক্ষিণ আফ্রিকা বিদেশে টেস্ট সিরিজ হারল দীর্ঘ ৯ বছর পর- হ্যাঁ, আজকের দিনে বিষয়টা চাট্টিখানি কথা নয় একেবারেই। হাসিম আমলা, এবি ডিভিলিয়ার্সরা দিনের পর দিন প্রচুর পরিশ্রম করে একটা দল হয়ে উঠেছিলেন, যাঁরা সত্যিই বিদেশে গেলে টেস্টে অন্তত হারে না। কিন্তু এবার বিরাটের ভারতের সামনে তারা দাঁড়াতে পারল না। সিরিজ হেরে গেল ০-৩ ব্যবধানে! বিস্তারিত পড়ুন
 



৪) রাগবি বিশ্বকাপে জাপান দক্ষিণ আফ্রিকাকে হারায়- যারা নিয়মিত রাগবির খবর রাখেন, তারা জানেন, খবরটা ঠিক কত বড় খবর। কারণ, রাগবিতে দক্ষিণ আফ্রিকা জাপানের সামনে দানবই বটে। অথচ, টেস্ট ক্রিকেটের মতোই রাগবিতেও যে ভাগ্য সাথ দিল না দক্ষিণ আফ্রিকার। এই বিষয়ে বিস্তারিত পড়ুন



৫) আমেরিকায় সচিন-ওয়ার্নের অলস্টার্স ক্রিকেট - ক্রিকেটকে জনপ্রিয় করতে অনেকেই অনেকরকম চেষ্টা করেছেন। কিন্তু সচিন তেন্ডুলকর এবং শেন ওয়ার্ন দুজন এবার আমেরিকাতেও বেসবল মাঠে ক্রিকেট খেলিয়ে দিলেন বিশ্বের সেরা প্রাক্তন ক্রিকেটারদের। আমেরিকার নিশ্চয়ই মনে থাকবে চিরকাল। বিস্তারিত পড়ুন