নিজস্ব প্রতিবেদন: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে। আর কলকাতার হয়ে খেলার সময়ই সূর্যকুমারকে এসকেওয়াই (SKY) নামে প্রথমবার ডেকেছিলেন কেকেআর ক্যাপ্টেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্রিকেটে টিমে সতীর্থের নামকরণ করা নতুন কিছু নয়। যেমন কিংবদন্তি ক্রিকেটার এমএস ধোনি (Mahendra Singh Dhoni) পরিচিত এমএসডি (MSD) নামে, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে (AB de Villiers) বাইশ গজ চেনে এবডি (ABD) নামেই। একই ভাবে সূর্যকুমার এসকেওয়াই


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স' (Breakfast with Champions) শোয়ে গৌরব কাপুরের (Gaurav Kapur) অতিথি হয়ে এসেছিলেন সূর্যকুমার। সেখানে তিনি বলেন, "আমি যখন ২০১৪ সালে কেকেআরে গেছিলাম। গৌতি ভাই পিছন থেকে তিনবার এসকেওয়াই বলে ডেকেছিল। আমি খেয়াল করিনি। তারপর গৌতি ভাই বলে যে, ও আমাকেই ডাকছে। আমার নামের ইনিসিয়ালস খেয়াল করতে বলে। তারপরেই আমি বুঝি, ঠিকই তো এসকেওয়াই!" ৩১ বছরের মুম্বইয়ের ব্যাটার চার মরশুম কেকেআরে কাটিয়ে সেভাবে নিজের ছাপ ফেলতে পারেননি। কিন্তু কলকাতা ছেড়ে মুম্বইতে এসেই পুরো অন্য ক্রিকেটার হয়ে যান তিনি। এমনকী মুম্বইয়ের হয়ে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দরজা খুলে যায়। মুম্বই ইন্ডিয়ান্স চলতি আইপিএলের আগে রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরা (১২ কোটি), কায়রন পোলার্ড (৬ কোটি) ও সূর্যকুমার যাদবকে (৮ কোটি) ধরে রাখে।


আরও পড়ুন: Virat Kohli, IPL 2022: ছন্দ হারানো বিরাটকে নিয়ে বড় মন্তব্য করলেন Ravi Shastri! কী বললেন? জেনে নিন


আরও পড়ুনWisden: উইজডেন বেছে নিল বর্ষসেরা পাঁচ ক্রিকেটার, রয়েছেন ভারতের দুই মহারথী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)