নিজস্ব প্রতিবেদন: হেলায় হারালেন সুশীল কুমার। মাত্র ৮০ সেকেন্ডেই আফ্রিকান কুস্তিগীরকে কুপোকাত করে সোনা জিতলেন সুশীল। ৭৪ কেজি বিভাগে ফ্রিস্টাইলে দক্ষিণ আফ্রিকার জোহানস বোথাকে হারিয়ে কমনওয়েলথ গেমসে সোনা জয়ে হ্যাটট্রিক করলেন তিনি। অন্যদিকে কুস্তিতে আরও একটি সোনা নিয়ে এলেন রাহুল আওরে। ৫৭ কেজি বিভাগে কানাডার প্রতিপক্ষকে ১৫-৭ হারিয়ে ১৩ নম্বর সোনাটি নিয়ে আসেন রাহুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কমনওয়েলথ গেমসে ভারতের আরও একটি পদক, সোনা এনে দিলেন শুটার শ্রেয়সী


খালি হাতে ফেরেননি ভারতীয় মেয়েরাও। মেয়েদের ৭৬ কেজি বিভাগে ফ্রিস্টাইলে  ব্রোঞ্জ জেতেন কিরণ। ৫৩ কেজি বিভাগে নাইজেরিয়ার স্যামুয়েল বোসকে হারিয়ে রুপো জেতেন ববিতা কুমারি।


আরও পড়ুন- কমনওয়েলথ গেমসে শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ওম প্রকাশ, ফাইনালে মেরি কম


সুশীলদের পদক জয়ে এখনও পর্যন্ত মোট ১৪টি সোনা জিতেছে ভারত। মোট পদক সংখ্যা ২৯। ৫৯টি সোনা পেয়ে পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।