নিজস্ব প্রতিনিধি : নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে অভাব কোনও প্রতিবন্ধকতা নয়। জানালেন স্বপ্না। ''আমি খুব গরীব ঘরের মেয়ে। আমি যদি এতদুর আসতে পারি তবে অন্যরাও পারবে। আত্মবিশ্বাসের সঙ্গে প্র‍্যাকটিস চালিয়ে গেলে আমার চেয়েও অনেকদূর যেতে পারবে অনেকেই। কোনও অবস্থাতেই হাল ছাড়া চলবে না। আমি পারব-এই বিশ্বাস থেকে সরলে চলবে না। সাফল্যের এই একটাই শর্ত। গরীব বা বড়লোক কোনও ফ্যাক্টর নয়।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  যুবভারতীতে তিকিতাকায় কাত বাগানের প্রাক্তনীরা


জলপাইগুড়িতে নিজের বাড়িতে ফিরেছেন এশিয়ান গেমসের হেপ্টাথলনে সোনাজয়ী স্বপ্না বর্মন। জাকার্তায় সোনা জয়ের পর গতকাল রাতে বাড়ি ফিরেছেন স্বপ্না। রাতে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন পাতকাটা ঘোষপাড়া পর্যন্ত  ১৩ কিলোমিটার রাস্তা জুড়ে মানুষের ঢল ও উন্মাদনা দেখে আপ্লুত হয়ে যান স্বপ্না। সকাল হতে না হতেই বাড়িতে একের পর এক প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের ভিড় হয়। এরই মাঝে সকলকে শারদ শুভেচ্ছা জানান তিনি। তাদের সঙ্গে খানিক্ষণ সময় কাটিয়ে সকাল ১০টা নাগাদ চলে যান শিলিগুড়ি। সেখান থেকে ৩ টে নাগাদ চলে আসেন তাঁর নিজের স্কুল জলপাইগুড়ি কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলে। সেখানে পড়ুয়া দের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান স্বপ্না।