নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবারের সেন্ট পিটার্সবার্গে হলুদ ঝড়। ১২ বছর পর বিশ্বকাপে ফিরে এসেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সুইডেন। শেষ ষোলোর ম্যাচে সুইত্জারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে ১৯৫৮ সালের বিশ্বকাপ রানার্সরা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাশিয়া বিশ্বকাপে সুইডিশরা এসেছিল প্লে-অফে ইতালিকে হারিয়ে। গ্রুপে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও মেক্সিকো ছিল সুইডেনের সঙ্গে। দলে নেই জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকাও। তবু ২৪ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইডেন। সেন্ট পিটার্সবার্গে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও সুযোগ বেশি পেয়েছিল সুইডিশরাই। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে এমিল ফর্সবার্গের গোলে এগিয়ে যায় সুইডেন। এরপর আর সমতা ফেরাতে পারেনি সুইত্জারল্যান্ড।   


আরও পড়ুন - কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড


ফর্সবার্গের এই গোলটাই ১৯৯৪ সালের পর আবার সুইডেনকে নিয়ে গেল কোয়ার্টার ফাইনালে। মার্কিন যুক্তরাষ্ট্রে সেই বিশ্বকাপের পর আরও দু'বার বিশ্বকাপে খেলেছে সুইডেন, দু'বারই তারা আটকে গিয়েছিল রাউন্ড অব সিক্সটিনে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংল্যান্ডের সামনে সুইডেন।