জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরিয়ারে ১১টি গ্র্যান্ড স্ল্যাম। তিনি এক ও অদ্বিতীয় বিয়ন বর্গ। তামাম দুনিয়া এই টেনিস লেজেন্ডকে সম্মান করে। অথচ এহেন বিয়ন বর্গ (Bjorn Borg) ভারতে (India) এসে অপমানিত হলেন। লেখা ভালো কর্নাটকের মুখ্যমন্ত্রীর (Chief Minister of Karnataka) চরম উদাসীনতার জন্য তীব্র অপমানিত হলেন তিনি। আর তাই বাধ্য হয়ে সংবর্ধনা না নিয়েই মঞ্চ ছাড়লেন পাঁচটি উইম্বলডন (Wimbledon) ও ছ'টি ফরাসি ওপেনের (French Open) সিঙ্গলসে খেতাবজয়ী এই প্রাক্তন তারকা। স্বভাবতই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ার (Basavaraj Bommai) এমন আচরণের জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন টেনিসপ্রেমীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও কর্নাটক রাজ্য টেনিস সংস্থার কর্তাদের দাবি, বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা হচ্ছে! নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তার আরও বক্তব্য, মুখ্যমন্ত্রী একটি বিশেষ কাজে আটকে যাওয়ার জন্যই নাকি কিছুটা দেরি করে এসেছিলেন! তবে জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। যদিও মুখ্যমন্ত্রী এসে পৌঁছন ১১.১৫ মিনিট নাগাদ। বিয়ন বর্গ এত সময় নষ্ট করার পাত্র নন। আর তাই অপমানিত হয়ে মঞ্চ থেকে নেমে যান। 


আরও পড়ুন: Sania Mirza retires: টেনিস সুন্দরীর পাঁচ অনন্য নজির, যা আপনার চোখ কপালে তুলবেই


আরও পড়ুন: Prithvi Shaw Controversy: পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ করলেন স্বপ্না গিল


এই মুহূর্তে ভারতে খেলতে এসেছেন বিয়ন বর্গের ছেলে। ছেলে লিয়ো বেঙ্গালুরু ওপেনে খেলছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বোম্মাইয়ার আমন্ত্রণে সংবর্ধনা নিতে গিয়েছিলেন বর্গ। সেখানে ভারতের প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজও উপস্থিত ছিলেন। তবে অনেকটা সময় কেটে গেলেও, মুখ্যমন্ত্রীর দেখা মিলছিল না। তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা না নিয়েই মঞ্চ ছেড়েছিলেন তিনি। আর সেই খবর জানাজানি হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)