নিজস্ব প্রতিবেদন: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) অভিযান শুরু করেই মুখ থুবড়ে পড়েছে নিউজিল্যান্ড (New Zealand)। কেন উইলিয়ামসনের দল বাবর আজমের (Babar Azam) পাকিস্তানের কাছে প্রথম ম্যাচেই ৫ উইকেটে হেরেছে । আগামী রবিবার কেন অ্যান্ড কোং বিরাট কোহলির (Virat Kohli) ভারতের বিরুদ্ধে ক্রিকেটের শো-পিস ইভেন্টে নামবে। ভারতের বিরুদ্ধে নামার আগে নিউজিল্যান্ডকে ভাবাচ্ছে দলের তারকা ব্যাটার মার্টিন গাপটিলের (Martin Guptill) চোট। ভারতের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে এখন চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WT20: বিরাট ধাক্কা নিউজিল্যান্ড দলে! চোটের জন্য ছিটকে গেলেন Lockie Ferguson


নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড পাক ম্যাচের পর বলছেন,"গাপটিলকে দেখে মনে হচ্ছিল ও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্কার হয়ে যাবে পায়ের পাতার চোটের অবস্থা কেমন।" অন্য়দিকে পাকিস্তান ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। চোটের জন্য ছিটকে গিয়েছে তারকা পেসার লকি ফার্গুসন (Lockie Ferguson)। কাফ মাসল ছিঁড়ে যাওয়ায় অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফার্গুসনকে। তাঁর পরিবর্তে এখন দলে আসবেন অ্যাডাম মিলনে। তবে বিষয়টা এখন আইসিসি-র টেকনিক্যাল কমিটির ছাড়পত্রের ওপর নির্ভর করছে। 


একেতে ফার্গুসন, অন্যদিকে গাপটিলের অনিশ্চয়তা। রীতিমতো চাপে কিউয়ি শিবির। নিউজিল্যান্ড শেষ ছয়টি টি-২০ বিশ্বকাপে শেষ চারের আগে এগোতে পারেনি। কিন্তু বিগত দুই বছরে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়ে ব্ল্যাক ক্যাপস ভাল জায়গায় ছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে জিততে না পারলে তাদের বিশ্বকাপ অভিযানে টিকে থাকা রীতিমতো চাপের হয়ে যাবে। এখন দেখার ফার্গুসন ফিট হয়ে ওঠেন কিনা! তাঁর অভিজ্ঞতা কেনের দলের জন্য সম্পদ।


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)