জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলেছে সময়। বদলে গিয়েছে প্রতিযোগিতার নাম। তবে ভারতীয় দল (Indian Team) বাছাই নিয়ে 'নানা মুনির নানা মত' এখনও আগের মতোই বজায় রয়েছে। যেমনটা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ( T20 World Cup 2022) দল ঘোষণা করার সময় হল। সোমবার রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চারজন স্ট্যান্ড-বাই ক্রিকেটারের নাম। ১৫ সদস্যের দল থেকে অবাক হয়েছেন মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)। তাঁর দাবি ১৫ জনের দলে অবশ্যই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও মহম্মদ শামি (Mohammed Shami)।  তাঁর মতে দীপক হুডার (Deepak Hooda) জায়গায় শ্রেয়স ও হর্ষল প্যাটেলের (Harshal Patel) জায়গায় শামির সুযোগ পাওয়া উচিত ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিসিসিআই-কে ট্যাগ করে দুটি টুইট করেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। আজ্জু লিখেছেন, 'শ্রেয়স আইয়ার ও মহম্মদ শামিকে ১৫ জনের দলে না দেখে অবাক হলাম। আমার মতে দীপক হুডার জায়গায় শ্রেয়স ও হর্ষল প্যাটেলের জায়গায় শামির সুযোগ পাওয়া উচিত ছিল।' শামি ও শ্রেয়সের সঙ্গে রবি বিষ্ণোই, দীপক চাহারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ড-বাই হিসেবে রেখেছে জাতীয় নির্বাচক কমিটি।    



আরও পড়ুন: Sachin Tendulkar and Shane Warne : বাইশ গজের 'শত্রু' ওয়ার্নিকে নিয়ে আবেগি মাস্টার ব্লাস্টার


আরও পড়ুন: Virat Kohli: নেটদুনিয়ায় কোহলির 'বিরাট' বিস্ফোরণ! প্রথম ক্রিকেটার হিসাবে অনন্য নজির


গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) ভারতীয় দল। এরপর রোহিতের নেতৃত্বে এশিয়া কাপেও (Asia Cup 2022) মুখ থুবড়ে পড়েছে তারকাখচিত 'মেন ইন ব্লু' ব্রিগেড। এই দুটি প্রতিযোগিতার ব্যর্থতা ভুলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। সেইজন্য তিন স্পিনার, চার পেসার, দুটি উইকেটকিপার, পাঁচ স্পেশালিস্ট ব্যাটার ও একমাত্র অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে দল সাজানো হয়েছে।  যদিও আজ্জু মনে করেন এই ১৫ জনের দলে ব্যালান্স নেই। 


ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল ও অর্শদীপ সিং। 


ভারতের স্ট্যান্ড-বাই : মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।