জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় শিবিরে একের পর এক ধাক্কা! জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পর এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে ছিটকে গেলেন জোরে বোলার দীপক চাহারও (Deepak Chahar)। সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম একদিনের ম্যাচ শুরু হওয়ার আগে, অনুশীলন করার সময় দীপকের গোড়ালি আচমকাই ঘুরে যায়। আর এই চোটের জন্যই টিম ইন্ডিয়ার তারকা বোলারের আর অস্ট্রেলিয়ার বিমানে ওঠা হচ্ছে না। যদিও বিসিসিআই-এর তরফ থেকে এই ইস্যু নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন দীপক। এই মুহূর্তে জানা যাচ্ছে যে, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ভারত থেকে অস্ট্রেলিয়ায় উড়ে যাচ্ছেন পেসার ত্রয়ী- মহম্মদ শামি, (Mohammed Shami) মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও শার্দূল ঠাকুর (Shardul Thakur)। তবে স্ট্যান্ডবাই-তে থাকা শ্রেয়স আইয়ার ও রবি বিষ্ণোই এখনই অস্ট্রেলিয়া যাচ্ছেন না। এই মুহূর্তে রাহুল দ্রাবিড়ের দল পারথে শিবির করেছে। চলছে প্রাক বিশ্বকাপের প্রস্তুতি। শামি-সিরাজ-শার্দূল মুম্বই থেকে উড়ে যাবেন পারথে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mohammed Shami, ICC T20 World Cup 2022: ফিটনেস টেস্ট পাশ করলেও শামিকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন সুনীল গাভাসকর


 



পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


এশিয়া কাপে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পর শামিকে কুড়ি ওভারের ফরম্যাটে ফেরানোর জন্য আওয়াজ উঠেছিল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়। তখন থেকেই শুরু হয়ে যায় বিতর্ক। তবে বুমরার পিঠের পুরনো চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায়, শামির দলে ফেরার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। যদিও কোভিড আক্রান্ত হওয়ার জন্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে পারেননি এই অভিজ্ঞ জোরে বোলার। বরং ফিট হওয়ার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করেন তিনি। শেষ পর্যন্ত ফিটনেস টেস্টে পাশও করে যান 'সহেসপুর এক্সপ্রেস'। বুমরার বিকল্প হিসাবে বিশ্বকাপে খেলার দৌড়ে এগিয়ে আছেন শামিই। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। কিন্তু সিরাজও নিঃশ্বাস ফেলছেন শামির কাঁধে। দুরন্ত ছন্দে আছেন সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন তিনি। বল হাতে কথা বলছেন সিরাজ। এখন দেখার শামি ও সিরাজের মধ্যে ভারত কাকে বেছে নেয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)