জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডাকসাইটে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) ফেঁসে গেলেন এবার! আইপিএলের (IPL 2024) ভরা বাজারে অবৈধ অ্যাপে আইপিএল স্ট্রিমিংয়ের প্রচার করে ফেলেছেন তিনি! তমান্নার সঙ্গে নাম একই অপরাধে নাম জড়াল বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্তেরও (Sanjay Dutt)। মহাদেব অনলাইন গেমিং অ্যান্ড বেটিং অ্য়াপ্লিকেশনসের (Mahadev online gaming and betting applicatio) 'ফেয়ার প্লে' নামে এক অবৈধ বেটিং অ্যাপ এখন অত্য়ন্ত জনপ্রিয়। এই অ্যাপের প্রচার করেই বিপাকে দুই অভিনেতা। তামান্না-সঞ্জয়কে ডেকে পাঠাল মহারাষ্ট্র সাইবার সেল (Maharashtra Cyber Cell )। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'আমি ক্ষমাপ্রার্থী'! বোর্ডের কাছে কোন কৃতকর্মের অনুশোচনা ঋষভের? ভিডিয়ো ভাইরাল


আপাতাত জানা যাচ্ছে যে, আগামী ২৯ এপ্রিলের মধ্যে দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দিতে হবে। গত ২৩ এপ্রিল সঞ্জয় হাজিরা দিয়েছিলেন। কিন্তু আসেননি তমান্না। 'ফেয়ার প্লে' অ্যাপে একাধিক স্পোর্টস দেখা যায়। যার মধ্য়ে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয়। ফুটবল, টেনিস, পোকার, তাসের খেলা তো রয়েছেই। খেলা দেখার পাশাপাশি জুয়া খেলে টাকাও উপার্জন করা যায়।


জানা যাচ্ছে যে এই অ্য়াপ বেআইনি ভাবে আইপিএলের বেশ কিছু ম্য়াচ স্ট্রিম করেছিল। কিন্তু যা একেবারেই করা যায় না। কারণ শয়ে শয়ে কোটি টাকার বিনিময়ে বিসিসিআই-এর থেকে আইপিএলের সম্প্রচার স্বত্ব (ডিজিটাল ও টিভি) কিনেছে ভিন দুই বেসরকারি সংস্থা। তারাই আইপিএল দেখানোর জন্য় আইনত অনুমোদন প্রাপ্য়। এই কাণ্ডেই নাম জড়িয়েছে গায়ক বাদশা ও অভিনেত্রী জ্য়াকুলিন ফার্নান্ডেজেরও। এই মহাদেবে অ্যাপের হয়ে বিজ্ঞাপন করেই গতবছর ফেঁসে গিয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। তাঁদের আবার ডেকেছিল ইডি। এখন দেখার তামান্না-সঞ্জয়ের ভাগ্য়ে কী লেখা রয়েছে।


আরও পড়ুন: WATCH | MS Dhoni: বোতল ছুড়ে মেরেই দিচ্ছিলেন! কার উপর রেগে কাঁই ধোনি? এবার ভিডিয়ো এল সামনে


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)