নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয়ের মঞ্চ তৈরি। ঐতিহাসিক জয় দিয়েই আশিস নেহরার বিদায়ী ম্যাচ স্মরণীয় করতে পারবে কোহলি ব্রিগেড। প্রাথমিক বুলডোজিং শেষ, এবার কেবল ফিনিশং টাচের অপেক্ষা। দিল্লির ফিরোজ শাহ কোটলায় নেহরার বিদায়ী ম্যাচে উইলিয়ামসনদের সামনে আক্ষরিক অর্থেই বিরাট লক্ষ্য রাখল ভারত। জিততে হলে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান করতে হবে গুপটিলদের। বুমরাহ, নেহরার মত স্পেশালিস্ট ডেথ বোলারদের বিরুদ্ধে যা কার্যত অসম্ভব বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'অল দ্য বেস্ট আশিস ভাই', বিদায়ী ম্যাচের আগে নেহরাকে শুভেচ্ছা সতীর্থদের


এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউ জিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। কিউই ক্যাপ্টেনের সিদ্ধান্ত শাপে বর হয় ভারতের জন্য। ওপেনিং জুটিতেই বাজিমাত করে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। প্রথম উইকেটেই ভারতের স্কোর্ড বোর্ডে আসসে ১৫০ রান। ব্যক্তিগত ৮০ (৫২) রানে ধাওয়ান প্যাভিলিয়নে ফিরলেও হিটম্যান রোহিতের দাপট চলে শেষ ওভার পর্যন্ত। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক বিরাট কোহলি। রোহিত আউট হন ৮০ (৫৪) রানে। কোহলি অপরাজিত থাকেন ২৬ (১১) রানে। 


ভারত- ২০২/৩
রোহিত শর্মা  ৮০ (৫৪) 
শিখর ধাওয়ান ৮০ (৫২)
হার্দিক পান্ডিয়া ০ (২)
বিরাট কোহলি ২৬ (১১)
মহেন্দ্র সিং ধোনি- ৭ (২)


নিউ জিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন স্পিনার সোধি (sodhi)। একটি উইকেট তুলে নেন পেসার বোল্ট। 


আরও পড়ুন- দিল্লির রাত বিরাটদের নাম, রেস্তোরাঁয় চলল নাইট পার্টি