Rohit Sharma | Ranji Trophy Final: রঞ্জি ফাইনালে মুম্বই পেয়ে গেল রোহিতকে! ঘরোয়া ক্রিকেটে কত রান আছে তাঁর?
Team India Captain Rohit Sharma Spotted In Mumbai Dressing Room During Ranji Trophy Final: রঞ্জি ফাইনালে মুম্বই পেয়ে গেল রোহিত শর্মাকে! তাঁর ছবি ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) চলছে রঞ্জি ফাইনাল। মুখোমুখি হয়েছে মুম্বই ও বিদর্ভ (Mumbai vs Vidarbha, Ranji Trophy Final)। তৃতীয় দিনের খেলা দেখতে মাঠে হাজির হয়ে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সদ্য়ই তাঁর নেতৃত্বাধীন ইন্ডিয়া, পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ইংল্য়ান্ডকে ৪-১ হারিয়েছে। আপাতত ভারতের কোনও আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট নেই সামনে। ২২ মার্চ থেকে শুরু সপ্তদশ আইপিএল (IPL 2024)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) শিবিরে যোগ দেওয়ার আগে রোহিত এলেন রঞ্জি দেখতে। তবে ভিআইপি বক্সে নয়, রোহিত বসলেন মুম্বইয়ের ড্রেসিংরুমে। তাঁর সঙ্গে ধাওয়াল কুলকার্নির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্য়ে।
রোহিতই নন ফাইনাল দেখতে এসেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। সুব্রত বন্দ্য়োপাধ্যায়, মিলিন্দ রেগে ও কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতদের সঙ্গে বসেই খেলা দেখছেন তিনি। রঞ্জি ফাইনালে রোহিতের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করেছে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের এখন একটাই নীতি। ঘরোয়া ক্রিকেটকেই দিতে হবে প্রাধান্য়। জাতীয় দলের হয়ে খেলা না থাকলে, খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট। এই ফতোয়া না মানায় শ্রেয়স আইয়ার ও ঈশান কিশান সম্প্রতি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন।
বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা টেস্ট ও ওয়ানডে খেলার জন্য় যথাক্রমে ১৫ লক্ষ ও ৬ লক্ষ টাকা করে পান। একটি টি২০আই ম্য়াচ খেলার জন্য় বোর্ড দেয় ৩ লক্ষ টাকা। জানা যাচ্ছে যে ক্রিকেটার সারা বছর টেস্ট খেলবেন, তাঁকে বিসিসিআই দেবে অতিরিক্ত নগদ বোনাস দেবে। মানে টেস্ট খেললেই উপরি! অন্য়দিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম ৩টি টেস্ট/ ৮টি ওডিআই/১০টি টি২০আই খেলা ক্রিকেটাররা প্রো-রাটা ভিত্তিতে গ্রেড সি-তে চলে আসবেন। বোঝাই যাচ্ছে যে, ভারত ক্রিকেট পরিকাঠামোকে মজবুত করতে কীভাবে মরিয়া হয়ে উঠেছে।
গতবছর ডিসেম্বরেই নীল সাম্রাজ্যে রোহিত যুগের অবসান ঘটেছে! মুম্বইয়ের মসনদে বসেছেন হার্দিক পাণ্ডিয়া। রিকি পন্টিং থেকে রোহিতের হাতে উঠেছিল অধিনায়কত্বের ব্যাটন। রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল সেরা হয়। এমএস ধোনির সঙ্গে যুগ্মভাবে রোহিত ক্রোড়পতি লিগের সফলতম অধিনায়ক। নেতা হিসেবে রোহিতের সঙ্গে মুম্বইয়ের ১০ বছরের সম্পর্ক শেষ হয়েছে। এবার হার্দিক যুগের সূচনা। রোহিত খেলবেন তাঁর নেতৃত্বেই।
এবার আসা যাক রঞ্জি ফাইনালের প্রসঙ্গে। মুম্বই প্রথম ইনিংসে ২২৪ রান করেছে। জবাবে বিদর্ভ মাত্র ১০৫ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে মুম্বই ৭ উইকেটে ৩৭৩ রান করেছে। ৪৯২ রানে পিছিয়ে বিদর্ভ শুরু করবে দ্বিতীয় ইনিংস। সব ঠিক থাকলে মুম্বই ফের একবার রঞ্জি সেরা হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। রোহিত কিন্তু নিজেও চুটিয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২০ ম্য়াচে রোহিত করেছেন ৯ হাজার ১২৩ রান। লিস্ট এ ক্রিকেটে ৩৩৩ ম্য়াচে রোহিতের ব্য়াট থেকে এসেছে ১২ হাজার ৯৫১ রান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)