মেয়ের বাবা হলেন পূজারা
`ওয়েলকাম লিটিল ওয়ান।আমাদের ইচ্ছা পূরণ হল। নতুন ভূমিকায় আমরা খুব খুশি আর ভীষণ উত্তেজিত।`
নিজস্ব প্রতিবেদন : ইংরাজি নববর্ষে স্ত্রীর সঙ্গে ছবি টুইট করে লিখেছিলেন 'আমরা একরাশ আনন্দের অপেক্ষায় আছি।' মাস কয়েক কাটতে না কাটতেই ধরায় এল সেই আনন্দ। মেয়ের বাবা হলেন ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।
টুইটে পূজারা লিখেছিলেন, "নতুন বছরে আমরা একরাশ আনন্দের অপেক্ষায় আছি। এই বছরে আমাদের জন্য আশীর্বাদ আসছে, যা আমাদের সবাইকে খুশি করবে।" অবশেষে সেই 'আশীর্বাদ' খুশির ডালা নিয়ে হাজির।
নতুন অতিথিকে স্বাগত জানিয়েছে পূজারা পরিবার। স্ত্রী পূজা এবং নবজাতককে সঙ্গে নিয়ে ছবি টুইটা করেছেন চেতেশ্বর পূজারা।
টুইটারে চেতেশ্বর লিখেছেন, "ওয়েলকাম লিটিল ওয়ান।আমাদের ইচ্ছা পূরণ হল। নতুন ভূমিকায় আমরা খুব খুশি আর ভীষণ উত্তেজিত।" আসলে কন্যাসন্তানই চেয়েছিলেন চেতেশ্বর এবং তাঁর স্ত্রী পূজা। তাই কন্যাসন্তান হওয়াতে খুশির হাওয়া পূজারা পরিবারে।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়