হ্যাডলির দেশে সিরিজ জিতে টিম ইন্ডিয়ার কোরাসে `উরি` ছবির ডায়ালগ
৪-১ ব্যবধানে নিউ জিল্যান্ডকে হারিয়ে ট্রফি নিয়ে সিরিজ জয়ের উচ্ছ্বাসে মেতে উঠল মেন ইন ব্লু।
নিজস্ব প্রতিবেদন : প্রথম তিন ম্যাচ জিতে নিউ জিল্যান্ডের মাটিতে একদিনের সিরিজ আগেই জিতে নিয়েছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। সিরিজের শেষ দুটি ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। চতুর্থ একদিনের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ হওয়া থেকে নিজেদের বাঁচিয়ে দেয় কিউইরা। কিন্তু পঞ্চম একদিনের ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল। ৪-১ ব্যবধানে নিউ জিল্যান্ডকে হারিয়ে ট্রফি নিয়ে সিরিজ জয়ের উচ্ছ্বাসে মেতে উঠল মেন ইন ব্লু।
ট্রফি হাতে নিয়ে ভারতীয় দলের উচ্ছ্বাসে বার বার উঠে এল বলিউডে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবির ডায়ালগ। বিসিসিআই সেই ভিডিও টুইট করেছে। সিরিজ জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের 'জোশ' কতটা সেটাই দেখা যাচ্ছে। ভিডিওতে শোনা যাচ্ছে কেউ একজন জোরে চেঁচিয়ে বলছেন "হাউ ইজ দ্য জোশ" আর তারপরেই কোরাসে সবাই মিলে বলছেন "হাই স্যার"। উরি ছবিতেও এই একই প্রকার সংলাপ রয়েছে । সেই মতোই হ্যাডলির দেশে সিরিজ জিতে রোহিত, ধাওয়ান, শুভমান, কেদার, ভুবি, শামি, কুলদীপ, চাহলরা মেতে উঠলেন বলিউডি ডায়ালগে।
আরও পড়ুন - বিশ্বকাপে সচিনের বাজি টিম ইন্ডিয়া, ডার্ক হর্স নিউ জিল্যান্ড!