নিজস্ব প্রতিবেদন : আফ্রিকান সাফারির পঞ্চম একদিনের ম্যাচ খেলতে সেই পোর্ট এলিজাবেথে হাজির বিরাট ব্রিগেড। পোশাকি নাম দ্য ফ্রেন্ডলি সিটি। ঐতিহ্য মেনে দেম্বে ও ড্রাম বাজিয়ে আফ্রিকার বন্দর শহরে কোহলি-ধোনি- শিখর-রাহুলদের স্বাগত জানালেন স্থানীয় উপজাতির সদস্যরা। সেই ছবি ক্যামেরাবন্দি করলেন যুজবেন্দ্র চাহাল আর ড্রামের তালে নেচে উঠলেন হার্দিক পান্ডিয়া।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'গোলাপি ম্যাচে' পড়ল লাল কালির দাগ


সেন্ট জর্সেজ পার্কে সিরিজ জয়ের হাতছানি মেন ইন ব্লুদের সামনে। একদিনের সিরিজে ৩-১ এ এগিয়ে বিরাট কোহলির ভারত। ৬ ম্যাচের সিরিজে প্রথম ৩ ম্যাচে জয় মেন ইন ব্লুজদের। জোহানেসবার্গে বৃষ্টিবিঘ্নিত চতুর্থ একদিনের ম্যাচে হার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পোর্ট এলিজাবেথে জিততে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত।


আরও পড়ুন- আশঙ্কার মেঘ সরে আপাতত সোনিতে স্বস্তি


পাশাপাশি ইতিহাসের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। বন্দর শহরে এর আগে একদিনের ম্যাচে জয় অধরা ভারতের। পরিসংখ্যান বলছে পাঁচটি ম্যাচের সবক'টিই হেরেছে ভারতীয় দল। মঙ্গলবার প্রোটিয়াদের হারাতে পারলে এক ঢিলে দুই পাখি মারবে ভারত। পোর্ট এলিজাবেথে প্রথম জয় , সেই সঙ্গে একদিনের সিরিজে জয়। 


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়