জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ( IND vs PAK, ICC T20 World Cup 2022) অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া (Team India)। আগামিকাল সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত (IND vs NED)। মেলবোর্ন থেকে সিডনিতে চলে এসেছেন রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma)। কিন্তু সিডনিতে এসে ভারতকে একের পর হেনস্থা শিকার হতে হচ্ছে। প্রথমে অপর্যাপ্ত ও অপুষ্টিকর খাবার, তারপর ৪২ কিমি দূরে অনুশীলনের মাঠ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বকাপের মতো আইসিসি-র শোপিস ইভেন্টে বিরাট-রোহিতরা ঠিক মতো খেতেই পেলেন না। তাঁদের জন্য বরাদ্দ ছিল ঠান্ডা স্যান্ডউইচ ও ফালাফেল (মধ্যপ্রাচ্যের ট্র্যাডিশনাল এক স্টার্টার, বিভিন্ন প্রকারের সবজি দিয়ে তৈরি একপ্রকারের ভাজা)। আইসিসি-র এহেন আচরণে তীব্র বিরোধিতা করেছে বিসিসিআই। এর পরেই বিসিসিআই জানতে পারে যে, ব্ল্যাক টাউনে ভারতীয় দলের জন্য বরাদ্দ হয়েছে অনুশীলনের মাঠ। যা সিডনির হোটেল থেকে ৫ বা ১০ কিলোমিটার নয়, একেবারে ৪২ কিমি দূরে। আগামিকাল খেলা ভারতের। ফলে প্লেয়াররা ম্যাচের আগের দিন এত দূরে গিয়ে প্রস্তুতি সারবে না বলেই সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। সিডনিতে বাকি সব দলকে অনুশীলনের সুযোগ দেওয়া হলেও ভারতকে দেওয়া হচ্ছে না। যা নিয়েও নাকি বেশ ভাল রকম ক্ষুব্ধ ভারতীয় টিম।


আরও পড়ুন: পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা



টিম ইন্ডিয়ার সঙ্গে এই অব্যবস্থা নিয়ে সরব হয়েছে বিসিসিআই। বোর্ডের এক সূত্র বলছে, 'আইসিসিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের অব্যাবস্থা বরদাস্ত করা হবে না। ক্রিকেটারদের অনুশীলনের পর ভালো মানের খাবার দিতে হবে।' শুধু বোর্ড কেন, বীরেন্দ্র শেহওয়াগও এই ইস্যু নিয়ে সরব হয়েছেন। বীরু যেমন বলছিলেন, অন্য দেশের ক্রিকেটাররা এ দেশে এসে যেমন আপ্যায়ন পান, এদেশের ক্রিকেটাররা অন্য দেশে গিয়ে তেমনটা পান না। চাপের মুখে আইসিসিও মুখ খুলেছে। আইসিসির এক সূত্র সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে, সব দলকেই অনুশীলন শেষে একই ধরনের খাবার দেওয়া হচ্ছে। কারও জন্য বিশেষ ব্যবস্থা করা হয়নি। তবে, ভারত যখন অভিযোগ জানাচ্ছে, তখন সবটা খতিয়ে দেখা হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)