ওয়েব ডেস্ক: বিশ্বকাপ জিততে পারেননি তো কী! পুরস্কার প্রাপ্তির খাতাটা মোটেই খালি থাকছে না ভারতীয় মেয়েদের ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের। দেশে ফিরলেই বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি পেতে চলেছেন মিতালি রাজ। জুনিয়র ভারতীয় দলের একসময়ের মুখ্য নির্বাচক ছিলেন ভি চামুন্ডেশ্বরনাথ। রিও অলিম্পিকে পদকজয়ীদের তিনি বিএমডব্লিউ গাড়ি আগেই উপহার দিয়েছিলেন। এবার হায়দরাবাদে ফিরলেই মিতালি রাজকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিতে চলেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ফের ৬ বলে ৬ টি ছক্কা মারার রেকর্ড টি২০ ক্রিকেটে


এর আগে ২০০৭ সালে তিনি মিতালি রাজকে একটি শেভ্রোলেট গাড়ি উপহার দিয়েছিলেন। তিনি বলেছেন, 'ভারতীয় ক্রিকেটে মিতালি রাজের প্রভাব অনেকটাই। যেভাবে ও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, তা মনে রাখার মতো এবং দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে অনেকদিন। মেয়েদের ক্রিকেট আঙিনায় ভারতীয়দের মুখ মিতালি গত এক দশক ধরে।তাই ওকে উপহার দিতে পারলে গর্বিত লাগবে।'


আরও পড়ুন  বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর কী বললেন মিতালি রাজ?