নিজস্ব প্রতিবেদন: কমনওয়েলথ গেমসের নবম দিনে শুরুটা ভালই করল ভারতীয় অ্যাথেলিটরা। ৫০ মিটার রাইফেল শুটে সোনা এবং রুপো জিতল ভারতের দুই শুটার। সোনার পদক জিতে গোল্ড কোস্টে ভারতের জন্য 'সোনার সকাল' এনে দিলেন কোলাপুরের শুটার তেজস্বিনী সাওয়ান্ত। ওই একই প্রতিযোগিতায় রুপো জিতলেন চণ্ডীগড়ের অঞ্জুম মৌদগিল। ফাইনাল রাউন্ডে তেজস্বিনীর চোখ ধাঁধানো পারফর্ম্যান্সের কারণেই ভারতের সোনার ঝুলিতে যোগ হল আরও একটি স্বর্ণপদক (১৫টি)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কুস্তিতে জোড়া সোনা ভারতের, হ্যাটট্রিক করলেন সুশীল


উল্লেখ্য এর আগেই ৫০ মিটার রাইফেল প্রোন শুটে রুপো জিতেছেন তেজস্বিনী সাওয়ান্ত। তবে এবার আর হতাশ করেননি এই ৩৭ বছর বয়সী শুটার। ফাইনালে মোট ৪৫৭.৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন তেজস্বিনী। অন্যদিকে ৪৫৫.৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন অঞ্জুম। ভারতের এই দুই শুটারের পদক জয়ে তাঁদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।