নিজস্ব প্রতিবেদন:  অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বুশফায়ার ব্য়াশে অলস্টার ম্যাচের বিরতিতে ব্যাট হাতে নামেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। বর্তমানে অস্ট্রেলিয়াতেই ছুটি কাটাচ্ছেন মাস্টার ব্লাস্টার।  সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সচিন। যাতে সৌরভের মজাদার কমেন্ট রীতিমতো ট্রোল হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেলবোর্নের সাউথ ব্যাঙ্কে ছুটি কাটাচ্ছেন সচিন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে মাস্টার ব্লাস্টার লিখেছেন, "সোকিং আপ দ্য সান!" ভক্তরা তো কমেন্টে ভরিয়ে দিয়েছেন।


 



সেখানেই কমেন্ট করলেন সচিনের টিম ইন্ডিয়ার সতীর্থ বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি লিখলেন, কারও কারও ভাগ্য বেশ ভাল ... জমিয়ে ছুটি কাটাও।


সৌরভের এই মন্তব্যে কিন্তু রীতিমতো হাসির রোল উঠেছে। যদিও সৌরভের এই কমেন্টে উত্তরও দিয়েছেন সচিন। তিনি লিখেছেন, এই ধরণের ছুটি সত্যিই ভালো কাজের জন্য। কারণ বুশফায়ার ক্রিকেট ব্যাগ থেকে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছি।


আরও পড়ুন - পাতিয়ালায় পঞ্জাবকে হারিয়ে দু'বছর পর রঞ্জি ট্রফির নক আউটে বাংলা