নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কে আপাতত ঘরবন্দি কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ইনস্টাগ্রাম লাইভে এসে প্রাক্তন অজি স্পিনার বেছে নিলেন সর্বকালের সেরা বিশ্ব একাদশ (ওয়ান ডে)। আর সেই দলে ঠাঁই পেলেন মাত্র দুই ভারতীয় ক্রিকেটার ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কোয়ারেন্টাইনে প্রায়শই লাইভ চ্যাটে হাজির হচ্ছেন কিংবদন্তি স্পিনার। কয়েকদিন আগেই  তাঁর প্রজন্মের সেরা ব্যাটসম্যান বেছে নেন ওয়ার্ন। এই দুই জন হলেন সচিন তেন্ডুলকর এবং ব্রায়ান লারা। ওয়ার্নের সর্বকালের সেরা বিশ্ব একাদশে রয়েছেন এই দুই তারকা ব্যাটসম্যান । সচিনের পাশাপাশি ওয়ার্নের এই দলে জায়গা পেয়েছেন আর মাত্র একজন ভারতীয়। তিনি হলেন বীরেন্দ্র সেওয়াগ।


 


ওয়ার্নের সর্বকালের সেরা বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছেন যাঁরা তাঁরা হলেন- বীরেন্দ্র সেওয়াগ, সনত্ জয়সুরিয়া, সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, কেভিন পিটারসন, কুমার সাঙ্গাকারা(উইকেটকিপার), অ্যান্ড্রু ফ্লিনটফ, ওয়াসিম আক্রাম, ড্যানিয়েল ভেটোরি, শোয়েব আখতার, কার্টলে অ্যামব্রোজ।  


 


 আরও পড়ুন - IPL না T-20 বিশ্বকাপ! বড় কথা বললেন এবারের আইপিএলের দামি ক্রিকেটারটি