ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের সঙ্গেই আরও এক নজির স্থাপন করল ভারত। বিগত চার বছরের ক্রিকেট ইতিহাসে ভারত সবথেকে বেশি টেস্ট ম্যাচ জিতেছে, হেরেছে কেবল ৯টিতে। ২০১৩ থেকে এখনও পর্যন্ত ভারত খেলেছে ৪৭টি টেস্ট। যার মধ্যে ২৭টি টেস্টেই জয়ী হয়েছে ভারত। উল্লেখ্য, এই ২৭ জয়ের মধ্যে ১৯টি ম্যাচেই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ৪ বছরের এই রেকর্ড লিস্টে ভারতের কাছাকাছি আছে অস্ট্রেলিয়া। ৫৭ টেস্টে ২৫টি ম্যাচে জয় পেয়েছে ব্যাগি গ্রিনরা। আর ভারত, অস্ট্রেলিয়ার পরেই আছে টিম ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিরিজ জয়, নতুন অধিনায়ক রুটের হাত ধরে ফের শিখরে ওঠার 'রুটে' ব্রিটিশ দল। ৪ বছরের এই ক্রিকেট রেকর্ডে ইংল্যান্ডের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে দক্ষিণ আফ্রিকা। গত চার বছরে দক্ষিণ আফ্রিকা মোট ৪৩টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে ২১টি ম্যাচে জয় পেয়েছে তাঁরা। যদিও শতাংশের বিচারে  ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার থেকে তুলনায় এগিয়ে থাকবে এবিডি'র দল। কীভাবে, তাহলে দেখ নিন তালিকা-  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে ০১.০১.২০১৩ থেকে এখনও পর্যন্ত- 


ভারত- ২৭/৪৭ (হার-৯)
অস্ট্রেলিয়া- ২৫/৫২ (২০)
ইংল্যান্ড- ২৩/৫৭ (হার-২২)
দক্ষিণ আফ্রিকা- ২১/৪৩ (হার-১২)
পাকিস্তান- ১৭/৪০ (হার-১৯)
শ্রীলঙ্কা- ১৭/৪৩ (হার-২০)
নিউজিল্যান্ড- ৮/৩৫ (হার-১৬)
বাংলাদেশ- ৬/২৫ (হার-১১)
জিম্বাবোয়ে- ২/১৫ (হার-১৩)