করোনার বিরুদ্ধে কলকাতা পুলিসের লড়াইকে কুর্নিশ জানিয়ে টুইট সৌরভের
এই সংকটে যেভাবে পুলিস পরিষেবা দিয়ে চলেছে আর তার জন্য পুলিসকে ধন্যবাদ।
নিজস্ব প্রতিবেদন: লকডাউনে কলকাতা পুলিশের কর্মকাণ্ড এবং নিষ্ঠায় অভিভূত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। রবিবার টুইট করে কলকাতা পুলিসকে ধন্যবাদ জানান বোর্ড সভাপতি।
টুইটারে সৌরভ লিখেছেন, "লকডাউনে খুব ভালো কাজ করছে কলকাতা পুলিস। এই সংকটে যেভাবে পুলিস পরিষেবা দিয়ে চলেছে আর তার জন্য পুলিসকে ধন্যবাদ। এই লকডাউনের মাঝে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তারা।" টুইটে রাতে কর্তব্যরত কলকাতা পুলিসের কয়েকটি ছবিও পোস্ট করেছেন বোর্ড সভাপতি।
সৌরভের টুইটকে স্বাগত জানিয়ে পাল্টা টুইট করেন কলকাতা পুলিস কমিশনার অনুজ শর্মা। নগরপাল টুইটে লিখেছেন, "কলকাতা পুলিসকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।" সৌরভের এই টুইট কলকাতা পুলিসকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যেতে সাহায্য করবে বলেও জানিয়েছেন নগরপাল অনুজ শর্মা ।
আরও পড়ুন - সূচি মেনে টি-২০ বিশ্বকাপ আয়োজন শুধু কঠিনই নয়, কার্যত অসম্ভব!