নিজস্ব প্রতিবেদন:   আইপিএলে রাতারাতি নায়ক হয়ে গেলেন রাজস্থান রয়্যালসের রাহুল তেওয়াটিয়া। প্রায় হেরে যাওয়া ম্যাচ একা জিতিয়েছেন তিনি। শেল্ডন কটরেলের এক ওভারে ৫টি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাজস্থান রয়্যালসের এই অলরাউন্ডার। আর তাতেই স্বস্তি পেয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। ছটা ছক্কা মারতে পারেননি রাহুল তাই তাঁকে মজা করে ধন্যবাদ জানিয়েছেন যুবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ক্রিকেট যে চরম অনিশ্চয়তার খেলা তা ফের একবার প্রমাণ করলেন রাহুল তেওয়াটিয়া। ২২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে স্টিভ স্মিথ আউট হওয়ার পর আনকোরা রাহুল তেওয়াটিয়াকে ব্যাট করতে পাঠায় রাজস্থান ম্যানেজমেন্ট। একটা সময় ১৯ বলে মাত্র ৮ রানে ব্যাট করছিলেন তেওয়াটিয়া। তখন রাজস্থান রয়্যালসের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঠিক তখন রণংদেহী মূর্তি ধারণ করলেন তেওয়াটিয়া। পরের ১০টি বলে ৭টি ছক্কা হাঁকিয়ে ম্যাচের রঙ বদলে দিলেন ২৭ বছর বয়সী ক্রিকেটার।


 



শেল্ডন কটরেলের এক ওভারে ৫টি ছক্কা হাঁকালেন রাহুল তেওয়াটিয়া। হারুলের এমন ব্যাটিং দেখে যুবরাজ সিংও প্রশংসা করেছেন। একই সঙ্গে ছটা ছক্কা মারতে পারেনি বলে তেওয়াটিয়াকে ধন্যবাদও জানিয়েছেন যুবরাজ। প্রসঙ্গত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছটা ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং।


 


আরও পড়ুন - IPL 2020: সঞ্জু স্যামসন পরবর্তী ধোনি! শশী থারুরের মন্তব্যকে কটাক্ষ গম্ভীরের