নিজস্ব প্রতিবেদন: ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সে মোহিত ক্রিকেট বিশ্ব। অনেকেই মনে করছেন যে, এটাই ভারতের সর্বকালের শক্তিশালী ব্যাটিং ইউনিট। এই কথা একেবারেই মানতে নারাজ কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন। তাঁর মতে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও বীরেন্দ্র শেহওয়াগদের টিম অনেক বেশি শক্তিশালী ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2021: আইপিএল খেলতে সিরাজকে নিয়ে লন্ডন থেকে দুবাই চলে এলেন কোহলি


ওয়ার্ন স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "শক্তির বিচারে ভারতের এখনকার ব্যাটিং লাইন আপ দ্রাবিড়, গাঙ্গুলি, লক্ষ্মণ, তেন্ডুলকর, শেহওয়াগদের সময়ের ধারেকাছেও নয়। বিরাট কোহলি নিঃসন্দেহে এই গ্রহের অন্যতম সেরা ব্যাটসম্যান। সব ফর্ম্যাট মিলিয়ে সেরা নয় যদিও। কিন্তু যখন আপনি প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানের কথা বলবেন তখন দ্রাবিড়, গাঙ্গুলি, লক্ষ্মণ, তেন্ডুলকর, শেহওয়াগদের কথাই বলতে হবে। আমার মতে ভারতের এখনকার ব্য়াটিং লাইন-আপ কখনই সেরা নয়। বিরাট-রোহিত দারুণ প্লেয়ার। আমার মনে হয় ঋষভ পন্থও সুপারস্টার হয়ে উঠবে। তবে আমার মতে ভারতের ফাস্ট বোলাররাই ভারতকে আজ এই উত্তরণ দিয়েছে। তাদের জন্য়ই ভারত সব পরিবেশে জিততে পারছে, শুধু ভারতেই নয়।" ওয়ার্ন কোহলি-রোহিতদের প্রশংসা করলেও তাঁদের সচিন-সৌরভদের সারিতে রাখতে চাইছেন না।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)