নিজস্ব প্রতিবেদন: মারণ ভাইরাসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে খেলাধুলার আঙিনায় ফিরতে চলেছে। সেই পথে হাঁটতে চলেছে ভারতও। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোশিয়েসন(IOA) আগামী ২০মে একটি শ্বেতপত্র প্রকাশ করে ভারতের খেলাধুলার ভবিষ্যত রূপরেখা তৈরি করতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আইওএ এই মর্মে একটি নীল নকশা তৈরি করছে। খেলায় ফেরার ক্ষেত্রে তাদের যেমন নিজস্ব মতামত রয়েছে, তেমনই খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষের মতামতও চাইছে আইওএ। অ্যাথলিট থেকে কোচ, মেডিকেল  স্টাফ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল, কেন্দ্রীয় সরকার, সাই, সংবাদমাধ্যম, স্পনসর এমনকি সাধারণ মানুষের মতামতও নেবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোশিয়েসন। তারপর ২০মে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IOA।
 


# নীল নকশায় প্রথম অংশে যা উল্লেখ আছে------
১. আমাদের ধীরে ধীরে খেলায় ফিরতে হবে।
২. এমন খেলা দিয়ে শুরু করতে হবে যেখানে শারীরিক সংস্পর্শ এড়িয়ে যাওয়া যায়।
৩. গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ স্থাপন।
৪. ক্রীড়া, স্বাস্থ্য, গ্রাম ও নগরোন্নয়ন মন্ত্রকের সাহায্য নেবে আইওএ।
৫. দর্শকদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি করে মাঠে আসার ব্যাপারে তাদের মনোভাব জানা।


 


আইওএ-র নীল নকশায় দ্বিতীয় অংশে যা উল্লেখ করা আছে-------
১. ট্রেনিং চালু করার সঠিক কৌশল এবং সময় কি হবে?
২. নতুন করে খেলা শুরুর আগে কী কী পরিবর্তন প্রয়োজন?
৩. লকডাউনে স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব ও ব্যক্তিগত সুরক্ষা কীভাবে বজায় রাখা সম্ভব?
৪. প্রতিযোগিতামূলক খেলাধুলা চালু হলে কি এখনই দর্শক মাঠে আনা সম্ভব?
৫. স্থানীয় স্কুল-কলেজ এবং ক্লাবে কীভাবে খেলাধুলা শুরু করা যায়?
৬. জনসাধারণের জন্য মাঠে কি নিয়ম থাকবে?


সব মিলিয়ে পরিস্থিতি মোকাবিলা করে সবার মতামত এবং সহযোগিতা নিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোশিয়েসন।


 


আরও পড়ুন - '৮৫-এর ভারতীয় দল, বিরাটের দলকেও হারানোর ক্ষমতা রাখে: রবি শাস্ত্রী