কাল কলিঙ্গ যুদ্ধে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফ সি
সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফ সি-র লড়াই।
নিজস্ব প্রতিবেদন: কলিঙ্গ স্টেডিয়ামে হাইভোল্টেজ লড়াই। সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফ সি-র লড়াই। আমরা এক নজরে দেখে নেব কীভাবে ফাইনালে পৌঁছল দু দল।
- প্রি কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল হারায় মুম্বই সিটি এফ সিকে। আমনা-কাতসুমির গোলে জেতে লালহলুদ।
- কোয়ার্টারে লাল-হলুদের প্রতিপক্ষ ছিল আইজল। রালতের পেনাল্টি থেকে করা গোলে সেমিতে জায়গা করে নেয় সুভাষ ব্রিগেড।
- সেমিতে এফ সি গোয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় ইস্টবেঙ্গল। শেষপর্যন্ত ডুডুর গোলে বাজিমাত করে ঘরোয়া লিগ চ্যাম্পিয়নরা।
অন্যদিকে প্রি কোয়ার্টার ফাইনালে গোকুলামকে হারায় বেঙ্গালুরু।
- কোয়ার্টারে আই লিগ রানার্স নেরোকা এফ সিকে তিন-এক গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বেঙ্গালুরু এফ সি।
- সেমিফাইনালে মোহনবাগানকে ছিটকে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় বেঙ্গালুরু। পিছিয়ে পরেও চার-দুই গোলে জেতে রোকার দল।