ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের ফিটনেসের গোপন রহস্য হল র‍্যানডাম ফিটনেস টেস্ট। যার মানে অনুশীলন চলাকালীন একজন কিংবা একাধিক ক্রিকেটারকে ফিটনেস টেস্ট দিতে হয়। দলের ফিটসেন ট্রেনার শঙ্গর বসুর নতুন এই ফিটনেস টোটকায় মুগ্ধ দলের সদস্যরা। তাঁদের দাবি নতুন যুগের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে ফিটনেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা দলের একজন ক্রিকেটারও যদি আনফিট থাকেন তাহলে গোটা দলের উপর সেই প্রভাবটা পড়ে। শ্রীলঙ্কা সফরে ইতিমধ্যেই দুবার র‍্যানডাম ফিটনেস টেস্ট দেওয়া হয়ে গেছে শিখর ধাওয়ানের। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, চেতেশ্বর পূজারা সহ লোকেশ রাহুলের মতো ক্রিকেটারদেরও এই টেস্ট দিতে হয়েছে। সম্প্রতি ভারতীয় দলের পারফরম্যান্সে উন্নতির অন্যতম কারণ হচ্ছে এই র‍্যানডাম ফিটনেস টেস্ট বলে দাবি ক্রিকেটারদের।