IND VS ENG: দ্বিতীয় টেস্টের সম্ভাব্য প্রথম একাদশ, আসতে পারে কী কী পরিবর্তন?
শার্দুলের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিন!
নিজস্ব প্রতিবেদন- ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার লর্ডসে। ভারতের পেস-বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর দ্বিতীয় টেস্টের অনুশীলনে তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ভারতীয় দলে আপাতত তিনি অনিশ্চিত। অধিনায়ক বিরাট কোহলি নিজেই এ খবর জানিয়েছেন। এখন প্রশ্ন উঠছে শার্দুল ঠাকুরের জায়গায় দলে কে আসবেন? মনে করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট টিম ম্য়ানেজমেন্ট লর্ডস টেস্টের জন্য অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে বেছে নিতে পারেন। অশ্বিনের অভিজ্ঞতাই তাঁর প্লাস-পয়েন্ট বলে মনে করা হচ্ছে। যে কোনো ধরনের উইকেটে খেলেই পরপর উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন ভারতের এই অলরাউন্ডার। তিনি ব্যাট হাতেও টিমকে সাহায্য করতে পারেন ।
বাকি টিম একই থাকবে আশা করা যায়। দ্বিতীয় টেস্টের জন্য ভারতের প্রথম একাদশ এইরকম হতে পারে :
রোহিত শর্মা
কে এল রাহুল
চেতেশ্বর পুজারা
বিরাট কোহলি (অধিনায়ক)
অজিঙ্ক রাহানে
ঋষভ পন্থ (উইকেটকিপার)
রবীন্দ্র জাদেজা
রবিচন্দ্রন অশ্বিন
মহম্মদ সিরাজ
মহম্মদ শামি
জসপ্রিত বুমরাহ
আরও পড়ুন: IND vs ENG: অনিশ্চিত শার্দুল-স্টুয়ার্ট, লর্ডস টেস্টের আগে সমস্যায় দুই দেশই
অন্যদিকে ব্যাটসম্যানদের নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড দলেও কিছু পরিবর্তন হতে পারে। ইংল্য়ান্ড দল মইন আলিকে লর্ডসে টিমে ডেকে পাঠিয়েছে। হাসিব হামিদ এবং মইন আলি সম্ভবত প্লেয়িং ১১ এ থাকবেন। এদিকে স্টুয়ার্ট ব্রড নেটে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন, তাঁর স্ক্যান করা হবে। ব্রড খেলতে না পারলে মার্ক উড শুরু করতে পারেন।
ইংল্যান্ড দলের প্রথম একাদশ হতে পারে :
ররি বার্নস
ডমিনিক সিবলি / হাসিব হামিদ
জ্যাক ক্রোলি / হাসিব হামিদ
জো রুট (অধিনায়ক)
জনি বেয়ারস্টো
ড্যানিয়েল লরেন্স / মইন আলি
জস বাটলার (উইকেটকিপার)
স্যাম কারান
অলি রবিনসন
স্টুয়ার্ট ব্রড / মার্ক উড
জেমস অ্যান্ডারসন / সাকিব মাহমুদ